countdown
নয়াদিল্লি: হাতে আর বেশি সময় বাকি সেই। সূর্যের পথে পাড়ি দিতে চলে চলেছে ভারত। সকাল ১১ টা বেজে ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশের উদ্দেশে পাড়ি দেবে ভারতের তৈরি প্রথম সৌরযান আদিত্য-এল-১৷ পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্যের শেষ অক্ষে পাঠানো হবে তাকে। লক্ষে পৌঁছতে তার সময় লাগবে প্রায় ১২৫ দিন।
ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, আদিত্য এল-১ প্রতিদিন ১ হাজার ৪৪০টি করে সূর্যের ছবি পাঠাবে। ১৯০ কেজির ভিইএলসি পেলোড আগামী পাঁচ বছর ধরে ছবি পাঠাবে। এছাড়া ভিইএলসি যে সাতটি পেলোড থাকবে, তার মধ্যে চারটি সূর্যের আলো পর্যবেক্ষণ করবে। বিজ্ঞানীরা মনে করছেন, জানুয়ারির মাঝামাঝি সময়ে সূর্যের শেষ কক্ষপথে পৌঁছবে আদিত্য এল-১। তারপর আরও কয়েক সপ্তাহ লাগবে সূর্যের প্রথম ছবি পাওয়ার জন্য। শনিবার সকাল ১১ টা ২০ মিনিট থেকেই আদিত্য-এল১ মিশনের সম্প্রচার শুরু হয়ে যাবে।
আদিত্য-এল১ মিশনের উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার দেখা যাবে ইসরোর ইউটিউব পেজ থেকে। এছাড়াও দেখা যাবে-ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও। চন্দ্রযানের মতো বাড়ি বা অফিসে বসেই আপনি চাক্ষুস করতে পারবেন সেই ঐতিহাসিক মুহূর্তকে৷ ইসরো চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করাই হবে এই উপগ্রহের কাজ৷