সুখবর! এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে করোনার পরীক্ষার কিট

সুখবর! এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে করোনার পরীক্ষার কিট

28dde34cf4a2f41a5f27d0146bbc8a73

নয়াদিল্লি:  করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধান সমস্যা হল রোগ নির্ণয়ে অনেকটা সময় ব্যয় হচ্ছে। আর এই সমস্যার উল্লেখযোগ্য সমাধান দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম করোনা টেস্ট কিট। পুনের মাইল্যাব ডিসকভারি সলিউশনস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থায় ভারতীয় গবেষকরা তৈরি করেছেন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা ভাইরাস টেস্ট কিট৷  করোনা মোকাবিলায় সাফল্যের প্রশ্নে ভারতের ওপর যখন আস্থা প্রকাশ করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তখন এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

মাইল্যাবের এই কিটের নাম, প্যাথো ডিটেক্ট কোভিড -১৯ কোয়াশলিটেটিভ পিসিআর কিটএই টেস্টিং কিটকে অনুমোদন করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। এর দাম বাইরে থেকে আমদানি করা টেস্ট কিটের চার ভাগের এক ভাগ বলে দাবি করেছে প্রস্তুতকারী সংস্থা। একটি সিঙ্গল কিটের দাম ৮০হাজার টাকা। আর একটি কিটের সাহায্যে ১০০ জন রোগীর পরীক্ষা করা যাবে।
এতদিন কোভিড-১৯ ভাইরাস টেস্টের জন্য টেস্ট ভারত অন্য দেশের ওপর নির্ভরশীল ছিল। করোনা আক্রান্তদের চিহ্নিত করতে আরো বেশি করে টেস্ট করতে হবে বলে পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

সংস্থার তরফে জানানো হয়েছে, এক সপ্তাহে ১ থেকে দেড় লক্ষ টেস্ট কিট তারা উত্পাদন করতে পারবে৷ মাইল্যাব ডিসকভারির বিজ্ঞানী রঞ্জিত দেশাইয়ের কথায়, 'আমরা চেষ্টা করছি উত্পাদন আরও বাড়ানোর, যাতে আরও দ্রুত করোনা মোকাবিলা সম্ভব হয়৷ বিদেশ থেকে কেনা টেস্ট কিট-এর চেয়ে এক চতুর্থাংশ কম দাম এই কিট-এ৷ সুতরাং এই দুঃসময়ে দেশে করোনা পরীক্ষা আরও সস্তা হলো বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *