নয়াদিল্লি: ক্রমাগত উদ্বেগ বাড়াচ্ছে করোনা৷ দেশে হু হু করে বেড়ে চলেছে কোভিড-১৯ পজেটিভের সংখ্যা৷ এই উদ্বেগের মধ্যেই সামান্য হলেও উঁকি দিচ্ছে আশার আলো৷ করোনাকে হারিয়ে এই যুদ্ধে জয়ী দেশের বেশ কিছু রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল৷ উল্লেখ্য, করোনা মুক্ত অধিকাংশ রাজ্যই অবস্থিত উত্তর-পূর্ব ভারতে৷
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, দমন এবং দিউ, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড এবং সিকিমে এখনও পর্যন্ত একজন করোনা আক্রান্তের হদিশও মেলেনি৷ এরই মধ্যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, গোয়া, মণিপুর এবং মিজোরামে সুস্থ হয়ে উঠেছেন করোনা আক্রান্ত রোগীরা৷ এই রাজ্যগুলিতে মৃত্যুর কোনও খবর নেই৷
অরুণাচল প্রদেশ- গত ১৫ এপ্রিল পূর্ব ভারতের এই রাজ্যকে করোনা মুক্ত বলে ঘোষণা করা হয়েছে৷ অরুণাচলের একমাত্র করোনা আক্রান্ত রোগীর টেস্টিং রিপোর্ট ২৪ ঘণ্টার মধ্যে ২ বার নেগেটিভ আসার পরই এই রাজ্যকে করোনা মুক্ত ঘোষণা করা হয়৷ গত ১ এপ্রিল লোহিত জেলার মেদো গ্রামের ওই ব্যক্তির শরীরে ধরা পড়েছিল করোনাভাইরাস৷
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ- সংক্রমণ ছড়ানোর পরই সমুদ্রে ঘেরা এই কেন্দ্র শাসিত অঞ্চলে ৩৩ জন মানুষ করোনা আক্রান্ত হন৷ কিন্তু ৭ মে’র পর আর সেখান থেকে কোনও আক্রান্তের খবর আসেনি৷
দমন এবং দিউ- এই কেন্দ্র শাসিত অঞ্চলটিও করোনা –বিরোধী লড়াইয়ে অত্যন্ত সফল৷ এখনও পর্যন্ত দমন এবং দিউ-তে করোনা আক্রান্তের খবর নেই৷
গোয়া- স্বল্প সময়ের মধ্যেই গোয়ায় সাতজন করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল৷ কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেয় রাজ্য সরকার৷ দেশের প্রথম গ্রিন রাজ্য হিসাবে ঘোষানা করা হয় গোয়াকে৷ ১৩ এপ্রিলের পর সে রাজ্যে করোনা আক্রান্তের রিপোর্ট নেই৷
লাক্ষাদ্বীপ- এই কেন্দ্র শাসিত অঞ্চলে প্রবেশ এবং বেরনোর সময় প্রতিটি মানুষের স্ক্রিনিং লাক্ষাদ্বীপকে করোনা বিরোধী লড়াইয়ে ব্যাপকভাবে সাহায্য করে৷ ৬৫ হাজার বাসিন্দার মধ্যে এক জনও করোনা আক্রান্ত হননি এই অঞ্চলে৷
মণিপুর- উত্তর-পূর্বের এই রাজ্যে ২ জন করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলেছিল৷ তাঁরা সুস্থ্য হয়ে ওঠার পর থেকে আর কোনও আক্রান্তের খবর আসেনি৷ তবে আশঙ্কা, সোমবার রাজ্যে ১২০০ পরিযায়ী শ্রমিক ফেরার পর পরিস্থিতির বদল হতেও পারে৷
মিজোরাম- এক মাত্র কোভিড-১৯ রোগী সুস্থ হয়ে ওঠার পরই শনিবার পূর্ব ভারতের এই রাজ্যকে করোনা মুক্ত বলে ঘোষণা করা হয়েছে৷
নাগাল্যান্ড- এই রাজ্যে এখনও পর্যন্ত কোনও করোনা টেস্টিং ল্যাবরেটরি নেই৷ তা সত্ত্বেও তাদের দাবি, নাগাল্যান্ডে থাবা বসাতে পারেনি করোনা৷
সিকিম- উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ নেই৷ কড়া ভাবে এই রাজ্যে চলছে লকডাউন৷ সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে আগামী অক্টোবর মাস পর্যন্ত সিকিমে পর্যটন বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার৷