বিশ্বে করোনায় মৃত্যু ১২০০০০ মানুষের, সংক্রমণ বাড়ছে ভারতেও

করোনার করাল গ্রাসে সারা বিশ্বে বলি ১,২০,০০০ মানুষের প্রাণ৷ কোনও ভাবেই যেন রেশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়৷ সারা বিশ্বে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ৷ 

প্যারিস: করোনার করাল গ্রাসে সারা বিশ্বে বলি ১,২০,০০০ মানুষের প্রাণ৷ কোনও ভাবেই যেন রেশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়৷ সারা বিশ্বে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ৷  গত বছর ডিসেম্বর মাসে প্রথম করোনাভাইরাসের হদিশ মেলে চিনে৷ করোনার ছোবলে নাভিশ্বাস ওঠে সে দেশে৷ তবে পরিস্থিতি অনেকটাই সামলে স্বাভাবিকের পথে এগোচ্ছে চিন৷ কিন্তু ততক্ষণে সারা বিশ্বকে গ্রাস করতে শুরু করেছে করোনা৷ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি৷ ধুঁকছে আমেরিকা, ফ্রান্স, স্পেন, ইরান৷ ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ 

করোনা মহামারির শুরু থেকে এখনও পর্যন্ত গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ১,২০,০১৩ জনের৷ এর মধ্যে ৭০ শতাংশ মানুষই ইউরোপের৷ এই মহাদেশে কোভিড-১৯ সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৮১, ৪৭৪ জন৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই পরিসংখ্যান তৈরি করেছে এএফপি৷ এদিকে ভারতে ক্রমেই বাড়ছে করোনাসংক্রমিত রোগীর সংখ্যা৷ এই পরিস্থিতিতে আরও ১৯ দিন লকডাউন থাকবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আক্রান্তের সংখ্যা দশ হাজার ছুঁই ছুঁই করছে৷ সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী ভারতে আক্রান্তের সংখ্যা ৯,২৭২ জন৷ মৃত্যু হয়েছে ৩৫৩ জনের৷ 

বিশ্ব জুড়ে করোনার এই তাণ্ডবের মধ্যেই অবশ্য আশার আলো দেখা যাচ্ছে। ইতিমধ্যেই বহু মানুষ করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন। ভারতে এখনও পর্যন্ত প্রায় ১১৮৯ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন৷ এদিকে মঙ্গলবার মুম্বইয়ে ১১ জনের মৃত্যুর খবর মিলেছে৷ ভারতে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রসিত বাণিজ্যনগরী৷ এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ১,৭৫৩৷  অন্যদিকে, পঞ্জাবে এদিন নতুন করে ৮ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে৷ এই নিয়ে পঞ্জাবে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িছে ১৮৪৷ এর মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ২৭ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =