সুস্থতায় অনেকটাই স্বস্তি দেশে, অ্যাকটিভ কেস ২৬২ দিনে সর্বনিম্ন

সুস্থতায় অনেকটাই স্বস্তি দেশে, অ্যাকটিভ কেস ২৬২ দিনে সর্বনিম্ন

নয়াদিল্লি: দীপাবলীর পর খানিকটা স্বস্তি বাড়ল দেশে কারণ আজ দৈনিক সংক্রমণ ১২ হাজারের ঘরে চলে এসেছে আবার। অন্যদিকে টিকাকরণে আরো বেশি জোর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ অভিযান। সব মিলিয়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার আবহেই একটু একটু করে স্বস্তি পাওয়ার লক্ষণ। এদিকে আরো বড় খবর যে, ২৬২ দিন পর প্রথম বার সর্বনিম্ন হল অ্যাকটিভ রোগীর সংখ্যা।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৫১ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ২৬৬ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৩ হাজার ২০৪ জন। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৬৬ হাজার ৯৮৭ জন। অন্যদিকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬১ হাজার ০৫৭ জন। দেশের অ্যাকটিভ কেসের সংখ্যা এই মুহূর্তে ১ লক্ষ ৪২ হাজার ৮২৬ জন। গত ২৬২ দিনে এটাই সর্বনিম্ন। দেশের মোট সুস্থ হওয়ার সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৬৩ হাজার ১০৪ জন। 

এখনও পর্যন্ত দেশের সংক্রমণের হার ৫.৫৮ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় তা ১.৩২ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট ১০৮ কোটি ৪৭ লক্ষ ২৩ হাজার ০৪২ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন দেওয়া হয়েছে মাত্র ২৩ লক্ষ ৮৪ হাজার ০৯৬ জনকে। এই মুহূ্র্তে সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। ২০২০ সালের মার্চ থেকে এটাই সর্বোচ্চ। দেশের পাঁচটি রাজ্য সংক্রমণের শীর্ষে রয়েছে। তার মধ্যে প্রথম কেরল। এখানে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ১২৪ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এরপর রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ। তবে সার্বিকভাবে দেশের সুস্থতা স্বস্তি দিচ্ছে সকলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =