আক্রান্ত প্রায় ৩.৫০ লক্ষ, একদিনে সর্বাধিক মৃত্যু দেশে! বাংলাও ‘ভাল নেই’

আক্রান্ত প্রায় ৩.৫০ লক্ষ, একদিনে সর্বাধিক মৃত্যু দেশে! বাংলাও ‘ভাল নেই’

নয়াদিল্লি: নতুন দিন এলেই ভেঙে যাচ্ছে পুরনো দিনের রেকর্ড। করোনা ভাইরাস সংক্রমণ প্রত্যেকদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে। গত ২৪ ঘন্টায় দেশে ভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১, যা এখনো পর্যন্ত সর্বাধিক। একই সঙ্গে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে দেশে, ২,৭৬৭ জনের। অন্যদিকে পশ্চিমবঙ্গের অবস্থাও খুব একটা ভালো যাচ্ছে না। শেষ পাওয়া তথ্য অনুযায়ী এই রাজ্যের একদিনে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১৪,০০০ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার ১৭২। এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়ে মোট ১ লক্ষ ৯২ হাজার ৩১১ জন মারা গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১ লক্ষ ২৯ হাজার ৮১১। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৬ লক্ষ ৮২ হাজার ৭৫১। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ২০.৩৪ শতাংশ। এদিকে, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪, ২৮১ জন। যার মধ্যে শহর কলকাতায় একদিকে আক্রান্ত ২,৯৭০ জন। সংক্রমণের নিরিখে আগের মতই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ২,৮২১ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনা একদিনে সংক্রমিতের সংখ্যা ৮২২। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৭৯৭ ও ৬২৩ জন।

সুস্থতার হার আগের থেকে কমে যাওয়া অবশ্যই চিন্তার ভাঁজ বাড়িয়েছে রাজ্যের মানুষের। বর্তমানে ৮৭.৩৩ শতাংশ মানুষ মারণ ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন। কিছুদিন আগে পর্যন্তও এই হার ৯০ শতাংশের ওপরে ছিল। তবে গত ২৪ ঘণ্টাতেই সুস্থ হয়ে উঠেছেন ৭,৫৮৪ জন। এ নিয়ে মোট ৬ লক্ষ ৩৫ হাজার ৮০২ জন করোনা থেকে মুক্তি পেয়েছেন বাংলায়। এদিকে নবান্ন এও নির্দেশিকা জারি করেছে যে এখন থেকে প্রকাশ্যে বেরোলেই মাস্ট পরা বাধ্যতামূলক। সেই প্রেক্ষিতে পুলিশ ধরপাকড় শুরু করেছে ইতিমধ্যেই। যারা যারা মাস্ক করছেন না তাদের আটক করা হচ্ছে এবং জরিমানা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − seventeen =