নয়াদিল্লি: দিন প্রতি করোনা ভাইরাস সংক্রমণে ভারতবর্ষ নতুন রেকর্ড গড়ল। সাড়ে তিন লক্ষ ছাপিয়ে গেল একদিনের ভাইরাস আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন। এই একই সময়ে মৃত্যু হয়েছে ২,৮১২ জনের।
করোনাভাইরাস পরীক্ষার তথ্য হিসেব করে দেখা গিয়েছে, এই মুহূর্তে দেশের প্রতি চারজনের মধ্যে একজন আক্রান্ত হচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে দেশের সক্রিয় করোনাভাইরাস রোগীর সংখ্যা। এই মুহূর্তে গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লক্ষ ৩০ হাজার ৯০৭ জন সক্রিয় করোনাভাইরাস রোগী। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ১২৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮১২ জনের। এই নিয়ে টানা ৫ দিন রেকর্ড গড়ল দেশের মৃত্যু সংখ্যা। একই সঙ্গে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ২৭২ জন। দেশে এখনও পর্যন্ত সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৪৩ লক্ষ ৪ হাজার ৩৮২ জন।
তাৎপর্যপূর্ণ ভাবে দেশের দুই রাজ্য যেখানে এতদিনে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি ছিল, সেই মহারাষ্ট্র এবং দিল্লি সংক্রমণ নিম্নমুখী হতে শুরু করেছে। এর মূল কয়ারণ লকডাউন বলেই মনে করা হচ্ছে। তবে দেশের অন্যান্য রাজ্যে কিছুটা হলেও ফের সংক্রমণ বাড়ছে বলে খবর মিলেছে যা নতুন করে অস্বস্তি বাড়াচ্ছে। চিন্তা বাড়াচ্ছে ভোট চলতে থাকা পশ্চিমবঙ্গও।