২৩১ দিনে সর্বনিম্ন দৈনিক আক্রান্ত! স্বস্তি দিচ্ছে দেশের পরিসংখ্যান

২৩১ দিনে সর্বনিম্ন দৈনিক আক্রান্ত! স্বস্তি দিচ্ছে দেশের পরিসংখ্যান

ec62083a0c7d6116e49a98d95853e2c4

নয়াদিল্লি: দেশের করোনা সংক্রমণ আপাতত বিরাট স্বস্তি দিচ্ছে। কারণ গত ২৪ ঘণ্টার দৈনিক সংক্রমণ তুলনামুলক কম তো বটেই, আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের নিচে রয়েছে আজও। উৎসব মরশুমে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ছিল, কিন্তু আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। সার্বিকভাবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে হলেও অনুমান, আগামী কয়েক সপ্তাহ বেশ ঝুঁকিপূর্ণ। তাই সচেতন হয়েই থাকতে হবে সাধারণ মানুষকে।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১৩ হাজার ০৫৮ জন। ২৩১ দিনে সর্বনিম্ন এটিই। একই সময় ১৯ হাজার ৪৭০ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ১৬৪ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৯৪ হাজার ৩৭৩ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৫৮ হাজার ৮০১ জন। এতদিনে মোট প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ৫২ হাজার ৪৫৪ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ১১৮ জন, যা ২২৭ দিনে সর্বনিম্ন। ইতিমধ্যে ৯৮ কোটি ৬৭ লক্ষ ৬৯ হাজার ৪১১ জন করোনা ভ্যাকসিন পেয়ে গিয়েছেন। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিত হয়েছেন ৬৯০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। একই সময়ে সুস্থ ৬৮৩ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। আজ রাজ্যের করোনা আক্রান্তদের মধ্যে ১৯৪ জন কলকাতার! অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথমে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে আক্রান্ত ১০৩ জন। এরপর তৃতীয় স্থানে রয়েছে হুগলি। একদিনে সেখানে ৬৭ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ৫১ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৮১ হাজার ২২০ জন। অন্যদিকে, এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৫৪ হাজার ৮১৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *