চোখ দিয়ে ঢুকতে পারে করোনা, দেহে প্রবেশের ক্ষমতা ১০০ গুণ বেশি: গবেষণা

চোখ দিয়ে ঢুকতে পারে করোনা, দেহে প্রবেশের ক্ষমতা ১০০ গুণ বেশি: গবেষণা

হংকং: এবার চোখ দিয়েও ঢুকতে পারে করোনা ভাইরাস৷ হংকংয়ের একটি গবেষণায় দাবি করা হয়েছে, সার্চ ভাইরাসের তুলনায় করোনা ভাইরাস চোখ দিয়ে ঢোকার ক্ষমতা ৮০ থেকে ১০০ গুণ বেশি৷ ফলে বিপদ রুখতে ফেস শিল্ড ব্যবহারের পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা৷ সঙ্গে অবশ্যই মাস্ক পরতেই হবে৷

করণা সংক্রমণ রুখতে ইতিমধ্যেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ অতিরিক্ত সুরক্ষা হিসেবে হাতে গ্লাভস ব্যবহার করছেন অনেকে৷ কিন্তু মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরলেই করোনা থেকে দূরে থাকা যাবে, এমনটা নয়৷ কারণ নোবেল করোনা ভাইরাস নাক-মুখ দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করতে পারে তা নয়৷

হংকংয়ের একটি গবেষণায় দাবি করা হয়েছে, চোখ দিয়েও শরীরে ঢুকতে পারে নোবেল করোনাভাইরাস৷ চোখ দিয়ে মানুষের শরীরে ভাইরাস ঢোকার ক্ষমতা রয়েছে বিপুল পরিমাণে৷ ইউনিভার্সিটি অফ হংকংয়ের গবেষকদের দাবি ল্যাস্পেট রেসপিরেটরি মেডিসিন প্রত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লালারসের পরিবর্তে যদি কোনও রোগীর চোখ ও শ্বাসনালী থেকে নমুনা সংগ্রহ করা যায়, তাহলে ফলাফল দ্রুত মিলতে পারে৷ পরীক্ষা চলাকালীন করোনা আক্রান্তদের চোখ ও শ্বাসনালী থেকে নমুনা পরীক্ষা করে গবেষকরা দাবি করেছেন, করোনাভাইরাস খুব দ্রুত চোখের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করতে সক্ষম৷

গবেষকরা জানিয়েছেন, সার্চ ভাইরাসের থেকে করোনা ভাইরাস চোখ দিয়ে ঢোকার ক্ষমতা প্রায় ১০০ গুণ বেশি৷ আর সেই কারণেই খুব সম্ভবত সার্চের তুলনায় দ্রুত হারে ছড়িয়ে পড়েছে করোনা৷ চোখ দিয়ে তা প্রবেশ করে শরীরে বাসা বাঁধতে পারে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে৷

চোখ দিয়ে করোনাভাইরাস শরীরে প্রবেশ করতে পারে, তা প্রথম প্রকাশ্যে আসে জানুয়ারি মাসের শেষের দিকে৷ সেই সময় করোনাভাইরাসের প্রধান উৎপত্তিস্থল হিসেবে উঠে আসে চিনের উহান প্রদেশ থেকে৷ জানা গিয়েছে, জানুয়ারিতে উহান থেকে বেজিংয়ে যান এক ফুসফুসের চিকিৎসক৷ বেজিংয়ে পৌঁছানোর পর তাঁর চোখ লাল হয়ে যায়৷ পরে জ্বর আসে৷ চোখের সমস্যাও বাড়তে পারে৷ পরে ওই চিকিৎসকের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ মেলে৷ এক্ষেত্রে প্রথমে উপসর্গ ছিল চোখ লাল হয়ে যাওয়া৷ চিকিৎসকদের অনুমান ছিল, চোখ দিয়ে খুব সম্ভবত কর্নার ভাইরাস প্রবেশ করেছে শরীরে৷

এরপর হংকং বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন গবেষক এই নিয়ে গবেষণা শুরু করেন৷ অবশেষে গবেষণা সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে ল্যাস্পেট রেসপিরেটরি মেডিসিন প্রত্রিকায়৷ ফলে হাত না ধুয়ে চোখে হাত দেওয়ার বিষয়ে সতর্ক করছেন চিকিৎসকরা৷ বাড়ির বাইরে বেরোলে ফেস শিল্ড‌ ব্যবহার করতে হবে বলেও দেওয়া হয়েছে পারামর্শ৷

আরও বিস্তারিত পড়ুন- https://nypost.com/2020/05/11/coronavirus-can-enter-the-body-through-the-eyes-study/ এই লিঙ্কে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *