ফেব্রুয়ারির মধ্যেই করোনা আক্রান্ত হতে পারেন ৫০% মানুষ: রিপোর্ট

১৩০ কোটি ভারতীয়র মধ্যে অর্ধেক দেশবাসী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে করোনায় সংক্রমিত হবে৷ এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকারের   প্রস্তাবিত প্যানেলের৷ তাদের তথ্য অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশের ৫০ শতাংশ মানুষ করোনায় সংক্রমিত হবে৷ প্যানেলের দাবি এখনও পর্যন্ত দেশের ৩০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ফেব্রুয়ারির মধ্যেই সেই হার ৫০ শতাংশে গিয়ে পৌঁছবে। এখনও পর্যন্ত গোটা দেশে মোট ৭.৫৫ মিলিয়ন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা দিয়ে বিচার করলে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারতের স্থান।

 

মুম্বই: ১৩০ কোটি ভারতীয়র মধ্যে অর্ধেক দেশবাসী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে করোনায় সংক্রমিত হবে৷ এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকারের   প্রস্তাবিত প্যানেলের৷ তাদের তথ্য অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশের ৫০ শতাংশ মানুষ করোনায় সংক্রমিত হবে৷ প্যানেলের দাবি এখনও পর্যন্ত দেশের ৩০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ফেব্রুয়ারির মধ্যেই সেই হার ৫০ শতাংশে গিয়ে পৌঁছবে। এখনও পর্যন্ত গোটা দেশে মোট ৭.৫৫ মিলিয়ন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা দিয়ে বিচার করলে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারতের স্থান।

এই কমিটির সদস্য তথা ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর টেকনলজির অধ্যাপক মনিন্দ্র অগরওয়াল জানিয়েছেন, দেশের ৩০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে৷ তবে দ্রুতই তা ৫০ শতাংশে পৌঁছবে৷ একই সতর্কবার্তা দিয়েছে এই প্যানেল। জানিয়েছে, সরকারি নিষেধাজ্ঞা না মেনে চললে ভয়ঙ্কর বিপদ আসতে পারে। একইসঙ্গে মানুষ যদি  সামাজিক দূরত্ব না মানে এবং  মাস্ক ব্যবহার না করে তাহলে বিপর্যয় নেমে আসবে দেশজুড়ে৷ কমিটি জানাচ্ছে, বর্তমানে করোনা ভাইরাস যে গতিতে ছড়াচ্ছে, তা সরকারের সেরোলজিক্যাল সার্ভের হিসেবের থেকে বেশি দ্রুত। আগরওয়াল বলেন, আমরা একটি নতুন মডেল তৈরি করেছি যা স্পষ্টভাবে এই পরিস্থিতি বিচার করবে৷ 

এদিকে বিশেষজ্ঞদের মতে, উত্সবের মরশুমে স্বাস্থ্যবিধি না মানলে হু হু করে বাড়বে সংক্রমণের পরিমাণ৷ দেশে করোনা সংক্রমণ অব্যহত। শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হলেন আরও ৫৫ হাজার ৭২২ জন। এই সময়ের মধ্যে নতুন করে মৃত্যু হয়েছে ৫৭৯ জনের।নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের পরিসংখ্যান দাঁড়িয়েছে ৭৫ লক্ষ ৫০ হাজার ২৭৩ জন। তবে স্বস্তির খবর এই যে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৬৬ লক্ষ ৬৩ হাজার ৬০৮ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − one =