ব্রয়লার মুরগি থেকে ছড়াচ্ছে করোনা ভাইরাস? গল্প না সত্যি? কী বলছে বিজ্ঞান?

ব্রয়লার মুরগি থেকে ছড়াচ্ছে করোনা ভাইরাস? গল্প না সত্যি? কী বলছে বিজ্ঞান?

1ee66980d1d9d6b951f47caa1c9de164

নয়াদিল্লি: ব্রয়লার মুরগিতে মারাত্মক করোনার ভাইরাস সনাক্ত করা হয়েছে, এমন একটি মেসেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হিন্দিতে ইদানিং একটি হোয়াটসঅ্যাপ মেসেজ ঘোরাফেরা করছে৷ যেখানে বলা হয়েছে, যে মারাত্মক করোনা ভাইরাস ব্রয়লার মুরগিতে পাওয়া গিয়েছে৷ এমনকী, মুরগির মাংস ও ডিম খাওয়া বন্ধ করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদনও জানানো হয়েছে ওই মেসেজে৷ কিন্তু, আদৌ তা কটতা বাস্তব?

এরই প্রেক্ষিতে গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের চিফ ভেটেরিনারি অফিসার ডাঃ পি ভেঙ্কটেশ্বর রেড্ডি এক বিবৃতিতে বলেছেন, “ভারতে কোনও পাখির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার মত একটি ঘটনাও দেখা যায়নি৷ প্রচারিত ছবিগুলি সেই পাখিদের যারা 'রানিখেত' রোগে আক্রান্ত৷ করোনার ভাইরাসের এই গুজব পোল্ট্রি এবং মাংস শিল্পের ওপর ব্যাপক প্রভাব ফেলছে৷’’

81ffb5d667912d06fbb21a06eb9f9402
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট৷

 

এই একই ধরনের মেসেজ এবং মুরগির ছবি ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। আসলে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মূল উৎস কি তা নিয়ে এখনো পর্যন্ত সুনিশ্চিত করে কিছুই বলতে পারেননি বিজ্ঞানীরা এবং তা নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে। 

নিউজ মিটার সংবাদ মাধ্যমের একটি টিম এই ছবির রিভার্স ইমেজ খোঁজ করে দেখেছেন বিভিন্ন সময়, বিভিন্ন পোল্ট্রিতে মুরগির রোগের এই ছবিগুলি সংগ্রহ করে করোনা ভাইরাসের সংক্রমণ বলে ব্যবহার করা হয়েছে।

ন্যাশনাল এই কো-অর্ডিনেশন কমিটিও একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ‘গত কয়েকদিন ধরে আমরা ভুয়ো পোস্টার বা বার্তা দেখেছি যেখানে দাবি করা হয়েছে যে ব্রয়লার মুরগি করোনার ভাইরাস ছড়াচ্ছে। মুম্বাই ভেটেরিনারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ডিন ডাঃ অজিত এস রণাড়ে নিশ্চিত করে বলেছেন যে এই দাবির পিছনে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।’ তাই ব্রয়লার মুরগীতে করোনার ভাইরাস পাওয়া গেছে এই দাবি ঠিক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *