নয়াদিল্লি: করোনা সতর্কতার জেরে সরকারি স্কুলের ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত সমস্ত বাৎসরিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল উত্তর প্রদেশ সরকার। অর্থাৎ বাৎসরিক পরীক্ষায় না দিয়েই নতুন ক্লাসে উত্তীর্ণ হবে ছাত্রছাত্রীরা। বুধবার এমনটাই জানিয়েছেন এক আধিকারিক।
পিটিআই সূত্রে খবর, উত্তর প্রদেশের সরকারি প্রাথমিক স্কুলগুলির বাৎসরিক পরীক্ষা হওয়ার কথা ছিল ২৩ থেকে ২৮ মার্চের মধ্যে। মঙ্গলবার রাতে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব রেনুকা কুমার এক নির্দেশিকায জারি করে বলেন রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরেরর অধীনস্থ স্কুলগুলির ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। আগামী ২ এপ্রিল পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে।
কনরোনা সংক্রমণ রুখতে মঙ্গলবার থেকেই উত্তর প্রদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, মাল্টিপ্লেক্স, টিউটোরিয়াল বন্ধ রাখার সময়সীমা ২রা এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। অফিস কর্মীদের জন্য ঘরে বসেই কাজ করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকরির পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে, কেরালা পাবলিক সার্ভিস কমিশনের সমস্ত পরীক্ষা, ইন্টারভিউ এবং শারীরিক দক্ষতা পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৪ এপ্রিল পর্যন্ত নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৩১ শে মার্চ পর্যন্ত স্থায়ী বিভাগীয় পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এপ্রিল মাসের ইন্টারভিউর বিজ্ঞপ্তি নতুন করে প্রকাশিত হবে এবং অবহিত করা হবে বলে কেরালা পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগেও কমিশনের পরীক্ষা ২০ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছিল৷