কঠিন বাস্তব! এভাবেই প্রথম সন্তানের মুখ দেখলেন করোনা আক্রান্ত মা

কঠিন বাস্তব! এভাবেই প্রথম সন্তানের মুখ দেখলেন করোনা আক্রান্ত মা

2c52954bafb06b15c632c606cc71ac79

ঔরঙ্গাবাদ:  মা করোনা পজেটিভ৷ তাই জন্মের পর সন্তানের মুখটুকুও দেখতে পাননি তিনি৷ বুকে টেনে নেওয়া তো শুধুই স্বপ্ন৷ এমন মন খারাপের মাঝেই বয়ে গেল এক টুকরো খুশির হাওয়া৷ হাসপাতালকর্মীদের উদ্যোগে টেকনোলজির হাত ধরে দেখা হল মা-মেয়ের৷ ফোনে ভিডিও কলে মেয়ের মুখ দেখলেন মা৷ ঔরঙ্গাবাদ সিভিল হাসপাতালের কর্মীদের এই উদ্যোগ সত্যিই মন ছুঁয়ে গেল আপামর দেশবাসীর৷

গত ১৮ এপ্রিল সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেন ওই মহিলা৷ কিন্তু তিনি করোনা পজেটিভ হওয়ায় মা ও সন্তানকে হাসপাতালের পৃথক ওয়ার্ডে রাখা হয়। ওই মহিলাকে পাঠানো হয় আইসোলেশন ওয়ার্ডে৷ কিন্তু মেয়েকে এক ঝলক দেখার জন্য উতলা হয়ে উঠেছিলেন তিনি৷ তাঁর এই আর্তি শুনে এগিয়ে আসেন হাসপাতালের কর্মীরা৷ মা ও মেয়ের দেখা করাতে ভিডিও কলের ব্যবস্থা করেন তাঁরা৷ অবাক পানে মায়ের দিকে তাকিয়ে থাকে একরত্তি মেয়াটা৷ জেলা সিভিল সার্জন ডা. সুন্দর কুলকার্নি  জানান, জন্মের পরই শিশুটির পরীক্ষা করা হয়, তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি।

এটি দেশের দ্বিতীয় ঘটনা করোনা আক্রান্ত মায়ের গর্ভ থেকে জন্ম নিল করোনা নেগেটিভ সন্তান৷ চিন, লন্ডন, অস্ট্রেলিয়া এবং মুম্বাইয়ের পরে এটি বিশ্বের পঞ্চম ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *