ঔরঙ্গাবাদ: মা করোনা পজেটিভ৷ তাই জন্মের পর সন্তানের মুখটুকুও দেখতে পাননি তিনি৷ বুকে টেনে নেওয়া তো শুধুই স্বপ্ন৷ এমন মন খারাপের মাঝেই বয়ে গেল এক টুকরো খুশির হাওয়া৷ হাসপাতালকর্মীদের উদ্যোগে টেকনোলজির হাত ধরে দেখা হল মা-মেয়ের৷ ফোনে ভিডিও কলে মেয়ের মুখ দেখলেন মা৷ ঔরঙ্গাবাদ সিভিল হাসপাতালের কর্মীদের এই উদ্যোগ সত্যিই মন ছুঁয়ে গেল আপামর দেশবাসীর৷
গত ১৮ এপ্রিল সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেন ওই মহিলা৷ কিন্তু তিনি করোনা পজেটিভ হওয়ায় মা ও সন্তানকে হাসপাতালের পৃথক ওয়ার্ডে রাখা হয়। ওই মহিলাকে পাঠানো হয় আইসোলেশন ওয়ার্ডে৷ কিন্তু মেয়েকে এক ঝলক দেখার জন্য উতলা হয়ে উঠেছিলেন তিনি৷ তাঁর এই আর্তি শুনে এগিয়ে আসেন হাসপাতালের কর্মীরা৷ মা ও মেয়ের দেখা করাতে ভিডিও কলের ব্যবস্থা করেন তাঁরা৷ অবাক পানে মায়ের দিকে তাকিয়ে থাকে একরত্তি মেয়াটা৷ জেলা সিভিল সার্জন ডা. সুন্দর কুলকার্নি জানান, জন্মের পরই শিশুটির পরীক্ষা করা হয়, তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি।
Maharashtra: Staff at Aurangabad Civil Hospital arrange a video call between a #COVID19 positive mother&her newborn baby who have been kept in separate wards. “On April 18, the baby was born by cesarean section&tested negative,” says Aurangabad Civil Surgeon Dr. Sunder Kulkarni. pic.twitter.com/hJmWvqztFe
— ANI (@ANI) April 23, 2020
এটি দেশের দ্বিতীয় ঘটনা করোনা আক্রান্ত মায়ের গর্ভ থেকে জন্ম নিল করোনা নেগেটিভ সন্তান৷ চিন, লন্ডন, অস্ট্রেলিয়া এবং মুম্বাইয়ের পরে এটি বিশ্বের পঞ্চম ঘটনা।