করোনা আতঙ্ক: চিন থেকে ৩০০ পড়ুয়াকে দেশে ফেরাল কেন্দ্র, বিশ্বজুড়ে সতর্কতা

করোনা আতঙ্ক: চিন থেকে ৩০০ পড়ুয়াকে দেশে ফেরাল কেন্দ্র, বিশ্বজুড়ে সতর্কতা

নয়াদিল্লি: চিনে করোনাভাইরাসের প্রভাব ক্রমেই বাড়ছে। এই করোনাভাইরাসের জেরে চিনে ২১৩ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে চিনে দুই হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে চিনের উহান প্রদেশ থেকে ৩০০ জন ভারতীয় পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারতীয় সেনা। হরিয়ানার মানেসরে এই তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। করোনা ভাইরাসে যদি কোনও ভারতীয় পড়ুয়া আক্রান্ত হয়ে থাকেন, ওই বিশেষ ব্যবস্থায় ধরা পড়বে বলে জানা গিয়েছে। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে তাঁরা দেশে ফিরছেন বলে জানা গিয়েছে। 

অন্য দিকে, দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই তাঁদের রামমনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। দিল্লিতে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে। ভারতে করোনাভাইরাসে আক্রান্তের বয়স থেকে ২৫ থেকে ৪৫ এর মধ্যে বলে জানা গিয়েছে। 

কেরলে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর দেখা মেলায় জরুরি বৈঠকে বসেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী  কে কে শৈলজা। চিন থেকে ভারতে আসা নাগরিকদের ২৮ দিন জনসমাজে আসার ওপর বিধি নিষেধ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। 

এদিকে চিনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক দিনেই ১৭০ থেকে বেড়ে হয়েছে ২১৩ জন। নতুন করে দুই হাজার মানুষের দেহে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, কেবল চিনেই আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে বলে তথ্য দিয়েছে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন। চিনের বাইরে আরও ১৮ দেশের অন্তত ৯৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তবে চিনের বাইরে করোনাভাইরাসে কারও বাইরে মৃত্যু হয়নি বলে জানা গিয়েছে। করোনাভাইরাসের জেরে বিশ্ব সংস্থা হু দেশ জুড়ে সতর্কতা জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + seventeen =