নয়াদিল্লি: নোভেল করোনা ভাইরাস নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন সেনাপ্রধান এমএম নারাভানে৷ বুধবার ভারতীয় সেনার আন্তর্জিতক সেমিনারে দাঁড়িয়ে তিনি বলেন, ‘এই সোমিনারে অংশগ্রহনকারী প্রত্যেককে স্বাগত জানাই৷ বিশেষ করে স্বাগত জানাই বিদেশ থেকে আসা প্রতিনিধিদের৷ আশা করি একটি ভাইরাস মুক্ত সেমিনার করতে পারব আমরা৷’ স্থলভাগে বদলে যাওয়া যুদ্ধ কৌশল ও এর উপর সেনাবাহিনীর প্রভাব ছিল সেমিনারের আলোচ্য বিষয়৷
Army Chief General MM Naravane says, “I hope we have a virus-free seminar”, at the beginning of his speech at the Indian Army's International Seminar on the theme 'Changing characteristics of land warfare and its impact on the military', earlier today. pic.twitter.com/WZw9XAj2f1
— ANI (@ANI) March 4, 2020
Army Chief General MM Naravane says, “I hope we have a virus-free seminar”, at the beginning of his speech at the Indian Army's International Seminar on the theme 'Changing characteristics of land warfare and its impact on the military', earlier today. pic.twitter.com/WZw9XAj2f1
— ANI (@ANI) March 4, 2020
এদিন সেমিনারের শুরুতেই করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সেনাপ্রধান এমএম নারাভানে৷ করোনা নিয়ে আতঙ্কিত এদেশের মানুষ৷ ইতিমধ্য ২৬ জন করোনা আক্রান্ত হয়েছে বলে খবর৷ পরিস্থিত মোকাবিলায় দফায় দফায় আলোচনা চলছে৷ করোনা মোকাবিলায় দিল্লির রাম মনোহর লোহিয়া এবং সফদরজং হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে৷