নয়াদিল্লি: করোনা আবহে ভারতের জন্য সুখবর আসতে চলেছে। একদল বিজ্ঞানী এমনই ইঙ্গিত দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে কমতে শুরু করবে৷ টাইমস ফ্যাক্ট ইন্ডিয়া আউট ব্রেক রিপোর্ট বলছে, ২ সেপ্টেম্বরের মধ্যে ভারতে করোনায় অ্যাকটিভ কেসের সংখ্যা সাত লক্ষ ৮৭ হাজার হয়ে যাবে। তবে ১৬ সেপ্টেম্বরের পর থেকে ক্রমেই কমবে দেশে সংক্রমণের হার।
আরও পড়ুন- লকডাউন বাধা কাটিয়ে গণেশ মূর্তির হোম ডেলিভারি, পৌঁছল ফুল-মিষ্টি
রিপোর্টে ৩ ডিসেম্বর করোনার শেষ তারিখ ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ওই সময়ে ভারতে করোনার ভ্যাকসিন আসার কথা রয়েছে। দেশে সব থেকে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র। সেই মহারাষ্ট্রে ১৪ সেপ্টেম্বরে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা দুই লক্ষ ২৩ হাজার থাকবে। তারপরে উল্লেখযোগ্য হারে করোনায় সংক্রমণ কমতে থাকে।
আরও পড়ুন- সুশান্তের মৃত্যুর আগে কী কথা হয়েছিল মহেশ-রিয়ার? ফাঁস হোয়াটসঅ্যাপ চ্যাট
২১ অগস্ট দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশ করা বুলেটিনে জানানো হয়েছে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৯,০৫,৮২৩। এখনও পর্যন্ত সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৪,৮৪৯ জনের। সুস্থ হয়েছেন ২১,৫৮,৯৪৬ জন। ভারতে এখন অ্যাকটিভ কেস ৬,৯২,০২৮। ভারতে করোনায় সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্র। তারপরেই রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। দিল্লিতে করোনা সংক্রমণ আগের থেকে অনেকটা কমে গিয়েছে। দিল্লি সংক্রমণের দিক থেকে প্রথমে দ্বিতীয় স্থানে থাকলেও তা বর্তমানে পঞ্চম স্থানে চলে এসেছে।