একদিনে আক্রান্ত ৪২ হাজারের বেশি! আট রাজ্যের ‘R’ নম্বর চিন্তা বাড়াচ্ছে

একদিনে আক্রান্ত ৪২ হাজারের বেশি! আট রাজ্যের ‘R’ নম্বর চিন্তা বাড়াচ্ছে

0d7d980a9e654bef51e452b91e731363

নয়াদিল্লি: তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই দেশের করোনাভাইরাস পরিসংখ্যান সকলের চিন্তা বাড়াচ্ছে। মূলত আট রাজ্যকে নিয়ে আলাদা করে চিন্তিত হচ্ছে কেন্দ্রীয় সরকার কারণ এইসব রাজ্যগুলিতে সংক্রমণ বৃদ্ধির সূচক অর্থাৎ ‘আর নম্বর’ বেড়ে গিয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬২৫ জন। এই একই সময়ে সংক্রমণ থেকে মৃত্যু হয়েছে ৫৬২ জনের। তবে স্বস্তির খবর এই যে মঙ্গলবার সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৬৬৮ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৩৫৩ জন। 

দেশের মূলত আটটি রাজ্যকে নিয়ে কেন্দ্রীয় সরকারের চিন্তা রয়েছে কারণ এইসব রাজ্যের সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, লক্ষদ্বীপ, তামিলনাড়ু, মিজোরাম, কর্ণাটক, পুদুচেরি এবং কেরল। এই আঠা রাজ্যে ‘আর নম্বর’ গিয়ে দাঁড়িয়েছে ১.২-তে। এদিকে, মঙ্গলবার প্রায় ৬২.৫৩ লক্ষ মানুষ টিকা গ্রহণ করেছেন। এখনও পর্যন্ত দেশে ৪৮.৫২ কোটিরও বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। অন্যদিকে, এক লাফে অনেকটাই বেড়েছে বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা। মূলত তিনটি জেলার রাজ্যের ভাইরাস সংক্রমণের পরিস্থিতি বদলে দিচ্ছে। এদের মধ্যে অবশ্যই রয়েছে উত্তর ২৪ পরগনা, কারণ বিগত কয়েক মাস ধরে এই জেলায় সংক্রমণ শীর্ষে। এর পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে জলপাইগুড়ি এবং কলকাতা। 

আরও পড়ুন- খুদের বুদ্ধিতে দুর্ঘটনার হাত থেকে বাঁচল স্টাফ স্পেশাল ক্যানিং লোকাল

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত‌ ২৪ ঘণ্টায় বাংলায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৭২৯ জন, এদের মধ্যে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৮৯ জন, জলপাইগুড়িতে আক্রান্ত ৭৮ এবং শহর কলকাতায় আক্রান্ত ৫৯ জন। সব মিলিয়ে রাজ্যের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩০ হাজার ০২৪ জনে। এদিকে এই একই সময়ে রাজ্যে করোনা ভাইরাস মুক্ত হয়েছেন ৭৫৬ জন। ফলে বাংলার মোট সুস্থ হওয়ার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১ হাজার ৮৭ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *