ঘোষণার পর রাতারাতি উধাও বিজ্ঞপ্তি! করোনার ক্ষতিপূরণের ‘জুমলা’ কেন্দ্রের!

রাতে নতুন এক বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনাভাইরাস আক্রান্তদের কোয়ারেন্টাইন রাখার ব্যবস্থা সহ রোগীদের নমুনা সংগ্রহ এবং স্ক্রিনিং-এর জন্য অর্থ বরাদ্দ করা হবে। রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্যও বরাদ্দ হবে। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে নেই করোনায় মৃত্যু হলে পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ।

নয়াদিল্লি: মোদি সরকারের আর্থিক নীতির টালমাটাল অবস্থা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞমহল। কিন্তু তাদের সমালোচনা, পরামর্শ কোনো কিছুই যে কাজে লাগছেনা তা আবারও প্রমাণিত হলো ভারতের তথা বিশ্বের এই সংকটের দিনে। শনিবার সকালেই করোনাকে 'অবহিত বিপর্যয়'  হিসেবে উল্লেখ করে, এই রোগে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্র। কিন্তু নজিরবিহীন ভাবে কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নেওয়া হল। স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড (এসডিআরএফ) বা রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল থেকেই এই ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল। এমনকী যাঁরা করোনার চিকিৎসা কিংবা উদ্ধারকাজে যুক্ত, তাঁদের মৃত্যুতেও আর্থিক সাহায্যের কথা বলা হয়েছিল।

কিন্তু, এর কয়েক ঘণ্টা পরে রাতেই ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই ক্ষতিপূরণ প্রত্যাহার করে নেয়। নতুন এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, করোনাভাইরাস আক্রান্তদের কোয়ারেন্টাইন রাখার ব্যবস্থা সহ রোগীদের নমুনা সংগ্রহ এবং স্ক্রিনিং-এর জন্য অর্থ বরাদ্দ করা হবে বলে জানিয়েছে মন্ত্রক। একইসঙ্গে এসডিআরএফ খাতে বরাদ্দ ওই অর্থ রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্যও বরাদ্দ হবে বলে জানানো হয়েছে।

কিন্তু সেখানে উল্লেখ নেই করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হলে তাদের পরিবারগুলিকে এককালীন আর্থিক সহায়তার কথা। সূত্রের খবর কেন্দ্রের সর্বশেষ ঘোষণায় ক্ষতিপূরণের উল্লেখ করা হয়নি । শুধু তাই নয়, সকালের বিজ্ঞপ্তি অনুসারে করোনা পজিটিভ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি-সহ চিকিত্‍‌সায় সহযোগিতার উল্লেখ থাকলেও, রাতে জারি করা নতুন বিজ্ঞপ্তি থেকেসেই পয়েন্টটিও উধাও। যদিও, কেন এই আর্থিক ক্ষতিপূরণের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে কোনো উল্লেখ নেই। ভারতে এপর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৪। কর্নাটকে ১ জন ও দিল্লিতে ১ জন সহ মৃত্যু হয়েছে ২ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =