করোনার কোপে চাকরি গেল ওলা-উবেরের ৪,৪০০ কর্মীর

করোনার কোপে চাকরি গেল ওলা-উবেরের ৪,৪০০ কর্মীর

নয়াদিল্লি: করোনা অতিমারির কোপে এবার চাকরি হারানোর মুখে ক্যাব এগ্রিগেটর ওলার ১,৪০০ কর্মী৷ বুধবার সংস্থার সহ প্রতিষ্ঠাতা এবং সিইও ভবীশ আগরওয়াল বলেন, করোনা প্যানডেমিকের জেরে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ওলা ক্যাব৷ আয় কমেছে বহুগুণ৷ এই অবস্থায় ১,৪০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা৷ 

করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে দেশ জুড়ে চলছে লকডাউন। চতুর্থ দফার লকডাউন চলবে ৩১ মে পর্যন্ত৷ দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দা। এর প্রভাব পড়েছে অ্যাপ ক্যাব সংস্থা ওলার ওপরেও। তবে নোটিশ পিরিয়ডে কর্মীদের বেতনের ন্যূনতন অংশ দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ 
আগরওয়াল একটি নোটে বলেন, ‘‘দুর্ভাগ্যবশত কোভিড সংকটে অর্থনৈতিক এবং সামাজিকভাবে আমরা বিপর্যস্ত৷ শীঘ্রই এই অবস্থার পরিবর্তন হবে বলে আশা করা যায় না৷’’

মঙ্গলবার থেকে কর্নাটকের বেঙ্গালুরু, মাইসুরু, মাঙ্গালুরু এবং হুব্বালি-ধারওয়াড়ে পরিষেবা চালু করেছে ওলা ক্যাব৷ সরকারের নির্দেশিকা মেনেই গাড়ি চালাচ্ছে তারা৷ কোনও গাড়িতে দু’জনের বেশি যাত্রী তোলা যাচ্ছে না। তবে মঙ্গলবার ওলায় যাত্রী সংখ্যা ছিল খুবই কম৷ লকডাউন আরও শিথিল হলে যাত্রীর সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, কর্মী ছাঁচাইয়ের পথে হেঁটেছে আরও এক ক্যাব সংস্থা উবের৷ ফের ৩০০০ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করে মার্কিন অ্যাপ ক্যাব উবের৷ এর আগে, চলতি মাসেই ৩,৭০০ কর্মী চাকরি হারিয়েছিলেন এই সংস্থায়৷ আমেরিকার সান ফ্রান্সিসকো-স্থিত এই সংস্থাটি বিশ্বের প্রায় ৪৫টি দফতর বন্ধ করে দিতে চলেছে। অতিমারি পরিস্থিতিতে এখন মানুষ রাস্তায় বেরচ্ছেন না, ফলে আয় কমে গেছে বিপুল হারে। জানা গিয়েছে, গত বছর এপ্রিল মাসের তুলনায় এ বছর সংস্থার আয় কমেছে ৮০ শতাংশ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *