এবার Google জানান দেবে করোনার উপস্থিতি

এবার Google জানান দেবে করোনার উপস্থিতি

ওয়াশিংটন: আপনি করোনাভাইরাস আক্রান্ত কিনা, এবার সেই হদিশ দেবে সার্চ ইঞ্জিন গুগল৷ ওয়েবসাইটের মাধ্যমে করা হবে স্ক্রিনিং৷ রবিবার সন্ধ্যায় ওয়েবসাইটটি চালু হতেই উপচে পড়ে মানুষের ভিড়৷ নিমেষে শেষ হয়ে যায় প্রথম দিনের বুকিং৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই ওয়েবসাইটটি তৈরি করেছে ইন্টারনেট জায়েন্ট অ্যালফাবেট৷ এটি গুগলের পেরেন্ট বডি৷ মার্কিন প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগে এই ওয়েবসাইটটি চালাচ্ছে অ্যালফাবেট৷ ওয়েবসাইটে ঢুকলেই মার্কিন নাগরিকরা দেখতে পাবেন তাঁদের শরীরে করোনা ভাইরাসের কোনও লক্ষণ আছে কিনা৷ প্রাথমিকস্তরে শুধুমাত্র উত্তর ক্যালিফোর্নিয়ার দুটি কাউন্টির বাসিন্দাদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে৷ তাতেই সামাল দেওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে৷ সোমবার ওয়েবসাইটের পেজে জানানো হয়, ‘‘দুর্ভাগ্যবশত এই মুহূর্তে নতুন করে নামের বুকিং নেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না৷’’ তবে কিছু দিনের মধ্যেই ফের ওয়েবসাইটটি চালু করা হবে বলে জানানো হয়েছে৷

এই ওয়েবসাইটটির সাহায্যে করোনা ভাইরাসের লক্ষণ, ঝুঁকি এবং পরীক্ষা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তরও মিলবে৷ গুগলের পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের মানুষকে টেস্টিং ওয়েবসাইট আনার প্রতিশ্রুতি দেওয়ার পরই ভেরিলি এবং আমরা এই বিষয়ে চিন্তাভাবনা শুরু করি৷ সরকারের সঙ্গে সংঘবদ্ধ হয়ে কোভিড করোনাভাইরাস প্রতিরোধ এবং আমাদের কমিউনিটির স্বাস্থ্য সুরক্ষায় কাজ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ৷ সোমবার ভেরিলির পক্ষ থেকে একটি ট্যুইট বার্তায় গুরুতর অসুস্থ ব্যক্তিদের এই টুলটি ব্যবহার করতে বারণ করা হয়েছে৷ সেই সঙ্গে জানানো হয়েছে, গুরুতর অসুস্থ হলে চিকিৎসকের কাছে যান৷ কারণ এই সাইটে সচিকিৎসার ব্যবস্থা নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − fourteen =