অজানা পরিচয়, খোঁজ মেলেনি পরিবারের, ওড়িশার অস্থায়ী মর্গে মৃতদেহের-স্তূপ

কটক: করমণ্ডল দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮৮ জনের৷ অধিকাংশের দেহই শনাক্ত করা গিয়েছে৷ তবে এখনও বহু দেহ পড়ে রয়েছে, যেগুলি শনাক্ত করা সম্ভব হয়নি৷ জানা যায়নি তাঁদের বাড়ি কোথায়৷ সেই সমস্ত যাত্রীদের দেহ সংরক্ষণের জন্য ওড়িশার শিল্পতালুক নসিতে একটি অস্থায়ী মর্গ তৈরি করা হয়েছে৷ সেখানেই থরে থরে সাজিয়ে রাখা হয়েছে অভিশপ্ত করমণ্ডলে থাকা যাত্রীদের নিথর দেহ। মৃতদের পরিবারের খোঁজ না পাওয়া পর্যন্ত দেহগুলি এখানেই রাখা থাকবে বলে জানা যাচ্ছে।
চিকিৎসকেরা জানাচ্ছেন, দেহ শনাক্তকরণ হওয়ার পরই ময়নাতদন্ত করা সম্ভব। কিন্তু এখনও পর্যন্ত বহু মৃতদেহ শনাক্তকরণ না হওয়ায় বাড়ছে উদ্বেগ। মর্গের বাইরে দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকলে তাতে পচন ধরবে। সে কারণেই তড়িঘড়ি অস্থায়ী মর্গের ব্যবস্থা করেছে প্রশাসন। শিল্পতালুকের শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল ওয়্যারহাউসেই আপাতত রয়েছে সেই অস্থায়ী মর্গ। সেই ঘরের মেঝেয় বরফের উপর কালো ত্রিপল বিছিয়ে শুইয়ে রাখা হয়েছে সার সার দেহ। সূত্রের খবর, শনিবার বিকেল পর্যন্ত ওই অস্থায়ী মর্গে ৫২ জনের দেহ সংরক্ষণ করা হয়েছে। তার মধ্যে মাত্র তিনজনকে চিহ্নিত করা গিয়েছে।