Aajbikel

করমণ্ডল দুর্ঘটনা: নিঁখোজ সিগন্যালের জুনিয়র ইঞ্জিনিয়র! বাড়ি সিল করল সিবিআই

 | 
করমণ্ডল

বালেশ্বর: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে নয়া মোড়। নিখোঁজ বালেশ্বরের সোরো সেকশনের রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার৷ বাড়ি সিল করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রেলের ওই রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার তাঁর পরিবার নিয়ে বালেশ্বরেই একটি ভাড়া বাড়িতে থাকতেন। করমণ্ডল দুর্ঘটনার পর থেকেই তাঁরা নিখোঁজ৷ কারও হদিশ মিলছে না।

 

আমির খান নামে রেলের ওই জুনিয়র ইঞ্জিনিয়ার সোরো সেকশনে সিগন্যাল নিয়ন্ত্রণের কাজ করতেন বলে খবর। সোমবার তাঁর খোঁজে আমিরের বাড়িতে গিয়েছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা। কিন্তু সেখানে গিয়ে তাঁরা দেখেন বাড়িটি তালাবন্ধ অবস্থায় ছিল। এর পরই বাড়িটি সিল করে দেয় সিবিআই। ওই বাড়ির উপর তারা কড় নজর রেখেছে বলেই সূত্রের খবর।

করমণ্ডল দুর্ঘটনার তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে৷ ইতিমধ্যেই রেলের একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সময় জুনিয়র ইঞ্জিনিয়র আমিরকেও এক বার ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যদিও তাঁকে ঠিক কোথায় ডাকা হয়েছিল, তা জানানো হয়নি। প্রথম বার জিজ্ঞাসাবাদের পর আর তাঁর দেখা পাননি গোয়েন্দারা।

গত ১৬ জুন সিবিআইয়ের তদন্তকারী দল বালেশ্বর ছাড়ে। তার পর হঠাৎ করেই সোমবার ফের বালেশ্বরে আসেন৷ সেই সময়ই আমির খানেরর বাড়িটি  সিল করে দেওয়া হয়। 

Around The Web

Trending News

You May like