'অভিশপ্ত' লাইন দিয়ে আবার ছুটবে করমণ্ডল এক্সপ্রেস

কটক: শুক্রবার দেশের অন্যতম ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৭৮ জন প্রাণ হারিয়েছেন বলেই জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। তবে প্রশ্ন ছিল যে, আবার কবে থেকে এই লাইনে ট্রেন পরিষেবা পুরোপুরিভাবে শুরু হবে। সবথেকে বড় কথা, করমণ্ডল এক্সপ্রেস চলবে কি? সেই নিয়ে তথ্য জানা গিয়েছে। সূত্রের খবর, বুধবার থেকে আবার এই একই লাইনে চলতে শুরু করে করমণ্ডল এক্সপ্রেস।
দুর্ঘটনার পর ৫১ ঘণ্টার মধ্যেই এই লাইনে রেল চলাচল শুরু হয়েছে বটে। খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেই রেল চলাচলের সাক্ষী থেকেছিলেন। সোমবার সকালে এই রেলপথে চলে বন্দে ভারত এক্সপ্রেস। কিছু পরে আপ লাইন দিয়ে যায় ফলকনুমা এক্সপ্রেসও। তাই 'অভিশপ্ত' লাইন দিয়ে আবার আগের মতো ট্রেন পরিষেবা যে স্বাভাবিক হয়েছে তা নিশ্চিত। এবার শুধু নতুন করে চলা বাকি করমণ্ডল এক্সপ্রেস। তবে সেটাও বুধবার থেকেই চালু হবে। রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার রেল লাইন সম্পূর্ণ মেরামতের পর এখনও পর্যন্ত অন্তত ৪০টির বেশি ট্রেন চলাচল করেছে। তবে তাদের সকলের গতিবেগ ছিল ঘণ্টায় মাত্র ১০ কিমি।
করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় প্রায় ১ হাজার ১০০ যাত্রী আহত হয়েছিলেন। তাদের মধ্যে আপাতত ৯০০ জন ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। কিন্তু বাকি যে ২০০ জন রাজ্যের নানা হাসপাতালে এখনও চিকিৎসাধীন তাদের নিয়েই আশঙ্কা। এদিকে ১০১ জনের দেহ শনাক্ত করতে পারেনি মৃতদের পরিবারের সদস্যরা। এর মূল কারণ, দুর্ঘটনার পর অনেকের দেহ বিকৃত হয়েছে। হাত, পা কেটে যাওয়া তো আছেই, কারোর মুণ্ডচ্ছেদ হয়েছে, অনেক দেহ আবার একসঙ্গে এক জায়গায় রাখার কারণে চেনাই দায় হয়েছে।