Aajbikel

দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস, একাধিক বগি লাইনচ্যুত

 | 
ট্রেন

কটক: বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল আপ করমণ্ডল এক্সপ্রেস। জানা গিয়েছে, ওড়িশার বালেশ্বরের কাছে মালগাড়িতে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হয় এই ট্রেন। বহু যাত্রী আহত হয়েছেন বলে খবর, তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্যান্ট্রি কার ও স্লিপার কামরা লাইনচ্যুত হয়েছে। একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় সেটি। 

এদিন বিকেলে হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়েছিল। বাহানাগা স্টেশনের কাছে একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় সেটি। মোট ১৮ টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। যদিও দুর্ঘটনা নিয়ে এখনও রেলের তরফে বিশেষ কিছু জানানো হয়নি। কিন্তু হতাহতের যে কোনও খবর নেই তা জানা গিয়েছে ঘটনাস্থলের সূত্র মারফত। কিন্তু মৃত্যু যে হতে পারে সেই আশঙ্কা করা হচ্ছে। রাতের অন্ধকার হওয়ায় দুর্ঘটনার গভীরতা কতটা তা এখনও বোঝা যাচ্ছে না। 

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেল আধিকারিক, কর্মী সহ পুলিশবাহিনী। গোটা বিষয় খতিয়ে দেখতে শুরু করেছে তারা। পাশাপাশি আহত যাত্রীদের উদ্ধার করার কাজ চলছে। জানা গিয়েছে, করমণ্ডল এক্সপ্রেসের প্রথম তিনটি কামরা বাদে সবকটি কামরাই লাইনচ্যুত হয়। তবে মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগল কী করে, সেটা এখনও স্পষ্ট হচ্ছে না। তাহলে সিগনালিং বা রেলের কোনও কর্মীর ভুল ছিল? প্রশ্ন। 

Around The Web

Trending News

You May like