গরিব বিক্রেতার কলা ‘ছিনতাই’ পুলিশের, ভাইরাল তোলাবাজির ভিডিয়ো

গরিব বিক্রেতার কলা ‘ছিনতাই’ পুলিশের, ভাইরাল তোলাবাজির ভিডিয়ো

ভুবনেশ্বর: আরও একবার প্রকাশ্যে এল পুলিশের এক অমানবিক রূপ৷ গরিব মানুষকে লুট করতেও যে তাঁদের বাধে না, সেটাই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখাল এই ঘটনা৷ অমানবিকভাবেই এক গরিব কলা বিক্রিতার কলা বোঝাই বাক্স তুলে নিয়ে গেল তাঁরা৷

আরও পড়ুন- জরিমানা এড়াতে স্ত্রীর সায়া মুখে জড়ালেন ব্যক্তি, দেখে লুটোপুটি পুলিশের

ঘটনাটি ওডিশার৷ সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, এক কলা বিক্রেতার কাছে এসে তার সঙ্গে কথা বলতে শুরু করেন চার পুলিশকর্মী৷ সাইকেলের উপর একটি বাক্স করে কলা বিক্রি করছিলেন তিনি৷ তার পর হঠাৎই সাইকেল থেকে সেই বাক্সটি খুলে নিয়ে চলে যান তাঁরা৷ বাক্সটি নিয়ে গিয়ে সোজা তুলে রাখেন কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে৷  

আরও পড়ুন- উচ্চতা মাত্র ৩ ফুট, বহু যন্ত্রণা সহ্য করে আজ IAS আরতি

পুলিশের অবশ্য অভিযোগ, লকডাউন বিধি ভেঙে রাস্তায় কলা বিক্রি করছিলেন ওই বিক্রেতা৷ ওই বিক্রেতার নাম-পরিচয় অবশ্য জানা যায়নি৷ গোটা ঘটনাটির ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন এক ব্যক্তি৷ ভিডিয়োটি ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে৷ পুলিশের এই নির্মম কাজের সমালোচনায় মুখর হন নেটিজেনরা৷ কারও কারও বক্তব্য, লকডাউন বিধি লঙ্ঘন করার অপরাধে অন্য কোনও শাস্তি না দিয়ে কেন কেড়ে নেওয়া হল তাঁর কলার বাক্স? হয়তো ওই কলা বেচেই সেদিনের খাবার জুটত তাঁর পরিবারের৷ পুলিশের এই কাজ ওই গরিব মানুষটির পেটে লাথি মারা হল নাকি? প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ৷  

আরও পড়ুন- করোনা রোগীকে ৬ কিমি নিয়ে যেতে ৯ হাজার টাকা ভাড়া হাঁকল অ্যাম্বুল্যান্স!

এদিকে পুলিশের এই কাণ্ডে নির্বিকার হয়ে যান ওই কলা বিক্রেতা৷ তবে টু শব্দটিও করেননি তিনি৷ উল্টে কলা ‘ছিনতাই’ হওয়ার পরই তিনি চুপচাপ ব্যাগপত্তর গুটিয়ে ফেলেন৷ তবে এই ঘটনা যেন আরও একবার বলে গেল, রক্ষকই ভক্ষক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =