ভিণ্ড: বিয়েবাড়ি খেতে এসে ব্যাঙের মতো লাফাতে হল আমন্ত্রিতদের৷ তবে এটা বিয়েবাড়ির কোনও চমক নয়৷ করোনা বিধি ভেঙে বিয়েবাড়ির আয়োজন করা হয়েছে বলে খবর পাওয়া মাত্র সেখানে পুলিশ পৌঁছয় এবং উপস্থিত ব্যক্তিদের ব্যাঙের মতো লাফানোর শাস্তি দেওয়া হয়৷
জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ভিণ্ড জেলার উমারি গ্রামে মহা ধুমধাম করে একজনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ে বলে কথা। ধুমধামের অভাব রাখেনি বর–কনের পরিবার। করোনা বিধি ভেঙে প্রায় ৩০০ অতিথিকে নিমন্ত্রণ করে বসেন। আমন্ত্রণ পেয়ে প্রতিবেশীরাও দল বেঁধে বিয়ে বাড়ি খেতে এসে পড়েন। আর তাতেই বাঁধল গোল। এই গণজমায়েতের খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। বিয়ে বাড়িতে কোভিড বিধি মানা হচ্ছে কিনা দেখতে আসে। দেখে তো চোখ কপালে ওঠে পুলিশের। পুলিশকে দেখে তখন অনেকেই বিয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। যাঁরা পারেননি, তাঁদের ধরে ফেলে পুলিশ। যাঁদের পাকড়াও করতে সক্ষম হয়, পুলিশ তাঁদের শাস্তি হিসেবে মাঠের পাশে একটি রাস্তায় নিয়ে গিয়ে ব্যাঙ লাফ দেওয়ায়। প্রায় ১৭ জন অতিথি, সকলেই পুরুষ, ব্যাঙের মতো লাফাতে লাফাতে চললেন। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
একজন আবার ঠিকঠাক লাফাচ্ছিলেন না। একটু ফাঁকি দিচ্ছিলেন। তাঁকে আবার পিঠে লাঠি মেরে তাড়া করেন এক পুলিশ কর্মী। এই শাস্তি দেওয়ার পর লকডাউন চলাকালীন এরকম কোনও গণজমায়েত না করার জন্য তাঁদের সতর্ক করে দেন কর্মকর্তারা। পরে পুলিশ তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়৷ গত সপ্তাহে বিহারের কিসানগঞ্জেও একই ছবি চোখে পড়ে। মার্কেটের ভেতর একদল যুবককে ব্যাঙ লাফ ও হামাগুড়ি দিতে বাধ্য করে পুলিশ। প্রসঙ্গত, মধ্যপ্রদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৫ হাজার ৬৫ জন। এখন পর্যন্ত আক্রান্ত সাত লক্ষের বেশি মানুষ। মারা গিয়েছেন ৭,২২৭ জন। করোনা সংক্রমণ রোধে রাজ্যের পুলিশ প্রশাসন বেশ কঠোর।