কুর্নিশ! গরিব শিশুর স্বপ্নপূরণে শিক্ষকের ভূমিকায় পুলিশকর্মী

কুর্নিশ! গরিব শিশুর স্বপ্নপূরণে শিক্ষকের ভূমিকায় পুলিশকর্মী

ইন্দোর:  বড় হয়ে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে ছোট্ট ছেলেটি৷ কিন্তু টিউশন নেওয়ার সামার্থ্য নেই তার৷ তাই তার স্বপ্ন পূরণে শিক্ষকের ভূমিকা নিলেন ইন্দোরের পালাসিয়ার স্টেশন হাউস অফিসার বিনোদ দীক্ষিত৷ সারা দিনের কঠিন পরিশ্রমের পর রাতের বেলায় ১২ বছরের ওই খুদেকে অঙ্ক, ইংরেজি শেখাচ্ছেন তিনি৷ 

আরও পড়ুন- কেবল টিভি পরিষেবা নিয়ে অসন্তুষ্ট ট্রাই, জারি হল নয়া নির্দেশ

দীক্ষিত বলেন, ‘‘একদিন রাতে স্থানীয় বস্তি এলাকায় টহল দেওয়ার সময় এই ছোট্ট ছেলেটির সঙ্গে দেখা হয় আমার৷ সে আমাকে এসে বলে, বড় হয়ে আমি পুলিশ হতে চাই৷ কিন্তু আমাদের টাকা নেই৷ টিউশন ফি টুকুও দেওয়ার ক্ষমতা নেই৷ তার পর থেকেই তাকে ইংরেজি আর অঙ্ক শেখাতে শুরু করি৷’’ দীক্ষিতই এখন ১২ বছরের ছোট্ট রাজের শিক্ষক৷ আবার বন্ধুও বটে৷ দীক্ষিত জানান, ছেলেটি খুই স্পষ্টবাদী এবং স্মার্ট৷ 

আরও পড়ুন- চাকরির হদিশ দিতে রাজ্যে চালু নয়া পোর্টাল ‘রোজগার বাজার’

লকডাউনের মাঝে টহল দেওয়ার সময় একদিন রাতে রাজের সঙ্গে দেখা হয়েছিল তাঁর৷ সেই সময়ই রাজ বড় হয়ে পুলিশ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল দীক্ষিতের কাছে৷ দীক্ষিত বলেন, ‘‘ওর কথা শুনে বলেছিলাম পুলিশ হওয়ার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে৷ তখন সে বলেছিল, আমি পড়াশোনা করব, যদি আপনি আমাকে পড়ান৷’’ গত এক মাস ধরে রাজকে পড়াচ্ছেন দীক্ষিত৷ রাজ খুবই গরিব ঘরের সন্তান৷ দীক্ষিত জানান, রাজের বাবা একটি টিফিন সেন্টার চানান৷ আর ওর ঠাকুরদা রাস্তার হকার৷  

আরও পড়ুন- কেন বাতিল হবে না পরীক্ষা? UGC-র মত চাইল সুপ্রিম কোর্ট, টুইট রাজ্যপালের

অন্যদিকে, নতুন শিক্ষককে পেয়ে উচ্ছ্বসিত রাজ৷ তার কথায় করোনা পরিস্থিতিতে আমি দেখেছি, কী ভাবে পুলিশরা কাজ করছে৷ সেটা দেখেই আমি অনুপ্রাণিত হয়েছি৷ দীক্ষিত এখন রাজের ‘চাচাজি’৷ রাজ বলে, ‘‘চাচাজির কাছে লেখাপড়া শিখতে পেরে আমি খুবই খুশি৷ প্রতিদিন আমি ওঁনার কাছে টিউশন নিই৷ প্রতিদিন হোমওয়ার্ক করি৷ আমি পুলিশ হতে চাই৷ সে জন্যই পড়াশোনা করছি৷’’ কিন্তু কোথায় বসে পড়বে রাজ? পড়ার জন্য আলো রয়েছে এমন জায়গা খুঁজতে হতো তাঁদের৷ তাই তাঁরা ঠিক করেন, এটিএম-এর সামনে কিংবা স্ট্রিট লাইটের নীচেই ক্লাস করবেন৷ তবে থেকে রাস্তার মাঝে গাড়ির উপর বই খাতা রেখে চলছে রাজের পড়াশোনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =