মাত্র ২ ঘন্টাতেই মিলবে রান্নার গ্যাস! হেঁশেলের চিন্তা কমাতে উদ্যোগী ইন্ডিয়ান অয়েল

মাত্র ২ ঘন্টাতেই মিলবে রান্নার গ্যাস! হেঁশেলের চিন্তা কমাতে উদ্যোগী ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি:  রান্নার গ্যাস ফুরিয়ে যেতে এখনও বাকি পাঁচ সাতদিন, অথচ তড়িঘড়ি মোবাইলের নম্বর খুঁজে গ্যাস বুক করে দিতে হচ্ছে। অসাবধানতায় ক’দিন দেরি হয়ে গেলেই ঘটছে বিপত্তি। গ্যাস ছাড়া অচল হয়ে পড়ছে রান্নাঘর। গৃহস্থ হেঁশেলের এই চেনা ছবিটাতেই এবার আসতে চলেছে বদল। গ্রাহকদের সুবিধার কথা ভেবে নিয়মে বড়সড় বদল  আনতে চলেছে ইন্ডিয়ান অয়েল সংস্থা।

আরও পড়ুন-  কৃষক বিদ্রোহ অতীত, এক ফোনেই গলল বরফ! এবার কানাডাকে ভ্যাকসিন পাঠাচ্ছে ভারত

রান্নার গ্যাস সিলিন্ডার বাড়িতে পৌঁছতে এবার থেকে সময় লাগবে মাত্র ২ ঘন্টা, ইন্ডিয়ান অয়েলের  এমনই এক অভিনব উদ্যোগের কথা এবার জানা গিয়েছে সূত্রের খবরে। খুব শীঘ্রই গ্যাস ডেলিভারির নতুন এই পরিষেবা চালু করতে চলেছে ইন্ডিয়ান অয়েল। তবে এইভাবে ঝটিতি নোটিশে গ্যাস পেতে হলে কিছু বাড়তি খরচ করতে হবে গ্রাহকদের। জানা গিয়েছে, সিলিন্ডার প্রতি ২০ থেকে ২৫ টাকা অতিরিক্ত মূল্য দ্রুত ডেলিভারি বাবদ দিতে হবে। ইন্ডিয়ান অয়েলের নতুন এই উদ্যোগ যে গৃহস্থ হেঁশেলের তদারককারীকে অনেকটাই চাপমুক্ত করবে, তা বলাই বাহুল্য।

সংস্থা সূত্রের খবরে জানা গিয়েছে, নতুন এই পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তা শেষ হলে খুব শীঘ্রই এই পাইলট প্রকল্প চালু করা যাবে বলে আশাবাদী সংস্থার কর্তৃপক্ষ। এই রাষ্ট্রায়ত্ত সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, “প্রথমে আমরা ১০০টি শহরে পাইলট প্রকল্প চালু করবো। কলকাতা শিলিগুড়িসহ অন্যান্য বড় শহরও থাকবে। প্রাথমিক ভাবে এই উদ্যোগ কতটা সাফল্য পাচ্ছে, তা বিবেচনার ভিত্তিতেই বাকি এলাকাতেও এই ব্যবস্থা চালু করার কথা ভাবা হবে।”

আরও পড়ুন- ‘বিবাদ মিটেয়ে সেনা সরাবে দু’পক্ষ, এক ইঞ্চি জমিও ছাড়বে না ভারত’, বললেন রাজনাথ

সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে, ১০ লক্ষের কম বাসিন্দা রয়েছে এমন শহরে সিলিন্ডারের তৎকাল পরিষেবার জন্য নেওয়া হবে ২০ টাকা অতিরিক্ত দাম। ১০ লক্ষের বেশি জনগণ থাকলে শহরবাসীকে পরিষেবা বাবদ দিতে হবে ২৫ টাকা। বুকিং করার মাত্র ২ ঘন্টার মধ্যেই গ্রাহকের কাছে সিলিন্ডার পৌঁছে যাবে। তার কম ছাড়া বেশি সময় লাগবে না।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই রান্নার সিলিন্ডারের দাম উর্দ্ধমুখী। এমনকি কোনো কোনো মাসে একাধিকবার দাম বৃদ্ধির কথাও ঘোষণা করা হচ্ছে। ফলে পকেটে টান পড়ছে গৃহস্থদের। রাতারাতি কমে যাচ্ছে ভর্তুকিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *