নেতাজি, বিবেকানন্দ, আইনস্টাইনের সঙ্গে বিপ্লব দেবের তুলনা, বিতর্কে রাজ্যের শিক্ষমন্ত্রী

নেতাজি, বিবেকানন্দ, আইনস্টাইনের সঙ্গে বিপ্লব দেবের তুলনা, বিতর্কে রাজ্যের শিক্ষমন্ত্রী

d52bc9165be187776240f3550c9f1ff6

কলকাতা: কিছু দিন আগেই ‘বিপ্লব’ এসেছে ত্রিপুরার রাজনীতিতে৷ সকলকে চমকে দিয়ে আচমকাই ইস্তফা দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী৷ স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী এবং আইনস্টাইনের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের তুলনা করলেন তিনি৷ বেফাঁস মন্তব্যে বিতর্কে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। 

আরও পড়ুন- ক্রিকেটার, রাজনীতিবিদ থেকে এখন সিধুর পরিচয় কয়েদি নম্বর ২৪১৩৮৩

শুক্রবার ভোলা জেলায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী। ওই অনুষ্ঠানেই বিপ্লব দেবের প্রশংসায় ভরিয়ে দেন তিনি। বিপ্লব দেবের কাজের খতিয়ান বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন। আর কোনও মুখ্যমন্ত্রী সেটা পারেননি।’’ শিক্ষামন্ত্রীর এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক দলের নেতারা। 

রতনলাল নাথ আরও বলেন, ‘এক আগে কেউ আমাদের স্বপ্ন দেখাননি। উনি স্বপ্ন দেখিয়েছিলেন। উনি হলেন বিপ্লব দেব। পৃথিবীতে এমন কিছু কিছু মানুষের জন্ম হয়। যেমন পৃথিবীতে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আইনস্টাইন। আর আমাদের রাজ্যে জন্মগ্রহণ করেছেন বিপ্লব দেব।’ 

শিক্ষামন্ত্রীর এই মন্তব্যে বিজেপিকে আক্রমণ শানাতে ছাড়েনি তৃণমূল৷ এ প্রসঙ্গে দলের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘উনি নিজের মতো করে বলেছেন৷ তবে সাধারণ মানুষের বুঝতে কোনও অসুবিধা নেই যে এর পিছনে তোষামোদি ছাড়া আর কিছু নেই। বিজেপি প্রচার পেতে ভালোবাসে। একজিকে ত্রিপুরা বন্যার জলে ভাসছে৷ সেদিকে সরকারের কোনও ভ্রুক্ষেপই নেই৷ অন্যদিকে বিজেপি ত্রিপুরাবাসীকে প্রচারে ভাসাতে চাইছে। এটি অত্যন্ত নিম্নমানের রাজনীতি। এর তীব্র নিন্দা করি।’

আক্রমণ শানিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘সর্বকালের রেকর্ড! ত্রিপুরা বুঝিয়ে দিল পশ্চিমবাংলার চেয়ে আরও বেশি অপদার্থতা রয়েছে ত্রিপুরাতে।’’