‘মডেল বলে IAS হতে পারেন না?’ প্রথম চেষ্টায় UPSC ক্লিয়ার স্পিকার-কন্যাকে নিশানা, পালটা BJP নেত্রীর

কলকাতা: তিনি সুন্দরী৷ মডেল৷ আবার আইএএস-ও বটে৷ প্রথমবার UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষাতেই সফল৷ লোকসভা স্পিকার ওম বিড়লার মেয়ে অঞ্জলির এই সফলতায় অবশ্য অন্য গন্ধ পাচ্ছেন…

কলকাতা: তিনি সুন্দরী৷ মডেল৷ আবার আইএএস-ও বটে৷ প্রথমবার UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষাতেই সফল৷ লোকসভা স্পিকার ওম বিড়লার মেয়ে অঞ্জলির এই সফলতায় অবশ্য অন্য গন্ধ পাচ্ছেন বিরোধীরা৷ ইঙ্গিতবাহী পোস্ট দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ অনেকই আবার প্রশ্ন তুলেছেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ‘স্বচ্ছতা’ নিয়ে৷ সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা মিট) এবং ইউডিসি-নেট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বেশ অস্বস্তিতেই রয়েছে নরেন্দ্র মোদী সরকার৷ এরই মাঝে অঞ্জলিকে নিয়ে নেটিজেনরা নতুন করে প্রশ্ন তুলতেই আসরে নামলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মীনাক্ষী লেখি।

‘সুন্দরী বা মডেল বলে কি আইএএস অফিসার হতে পারে না?’ প্রশ্ন তুললেন মীনাক্ষী৷ তাঁকে রীতিমতো ‘টার্গেট’ করা হচ্ছে বলেও দাবি তাঁর। প্রাক্তন মন্ত্রীর কথায়, ‘সুন্দরীর প্রতিযোগিতা জিতেছেন এবং একইসঙ্গ সিভিল সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এৎ রকম মহিলা প্রার্থীর সংখ্যা কত, তা হিসাব করে দেখা হোক। বিউটি উইথ দ্য ব্রেন বিষয়টা তো নতুন নয়। অতীতেও অনেক উদাহরণ দেখা গিয়েছে। এরকম কৃতীদের সাফল্য উদযাপন করুন।’’ তবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি লেখি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *