Aajbikel

'শেষে ভিতরে ঢুকিও না..’ নীতিশের ‘বি গ্রেড’ মন্তব্যে শোরগোল, ‘যৌন শিক্ষা’র কথা বলেছেন, সাফাই তেজস্বীর

 | 
নীতিশ

কলকাতা: বিহার বিধানসভায় জন্ম নিয়ন্ত্রণ নিয়ে বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নীতীশের সেই বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  নীতীশের বিরুদ্ধে তোপ দেগে তাঁর পদত্যাগের দাবি তুলেছে রাজ্যের বিরোধী বিজেপি শিবির। তবে নীতিশের মন্তব্যকে আড়াল করতে তাঁর পাশে দাঁড়িয়েছেন তাঁর ডেপুটি তথা আরজেডি নেতা তেজস্বী যাদব৷ মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে উপ মুখ্যমন্ত্রীর সাফাই, মুখ্যমন্ত্রী আসলে যৌন শিক্ষার কথা বলেছেন৷ তাঁর কথায় কোনও অশালীন ইঙ্গিত ছিল না৷ তিনি কোনও মহিলাকে অসম্মান করেননি৷ 



এদিন নীতীশ যখন বিতর্কিত মন্তব্য করছিলেন, তখন তেজস্বী  একাধিক নেতাকেই হাসতে দেখা যায়। কিন্তু প্রতিবাদ জানান  বিজেপির মহিলা সাংসদরা। বিজেপির তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, “ভারতীয় রাজনীতিতে নীতীশ কুমারের থেকে বেশি অসভ্য নেতা  কেউ নেই। ওঁকে প্রাপ্তবয়স্ক, বি-গ্রেড ফিল্মের পোকা কামড়েছে। ওঁর এই ধরনের ‘ডবল মিনিং’ মন্তব্যের উপরে নিষেধাজ্ঞা জারি করা উচিত। আসলে উনি যাদের সঙ্গে থাকেন, তাঁদের দ্বারা প্রভাবিত হয়েছেন৷” বিজেপি সাংসদ গায়ত্রী দেবী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর বয়স ৭০-র উপরে৷ উনি এই বয়সে এই ধরনের মন্তব্য করছেন। উনি এমন সব শব্দ ব্যবহার করেছেন, যা আমরা মুখেও আনতে পারব না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাই।”

Around The Web

Trending News

You May like