অলিম্পিকে ভারতের পোশাক ম্যাড়ম্যাড়ে! কোন ডিজাইনারের এমন কাজ?

কলকাতা: অনেক দেশই অলিম্পিকে নিজেদের ঐতিহ্যশালী পোশাক ব্যবহার করে৷ ভারতও তার অন্যথা করেনি৷ কিন্তু ভারতের পোশাক নিয়ে এবার চলছে রীতিমত সমালোচনা৷ প্রশ্ন উঠছে ভারতীয় পোশাকশিল্পীদের…

WhatsApp Image 2024 08 03 at 6.37.47 PM

কলকাতা: অনেক দেশই অলিম্পিকে নিজেদের ঐতিহ্যশালী পোশাক ব্যবহার করে৷ ভারতও তার অন্যথা করেনি৷ কিন্তু ভারতের পোশাক নিয়ে এবার চলছে রীতিমত সমালোচনা৷ প্রশ্ন উঠছে ভারতীয় পোশাকশিল্পীদের কদর এখন সারা বিশ্বে সেখানে এধরণের অতিব সাধারণ পোশাক কেন দেওয়া হল খেলোয়াড়দের৷ এই পোশাককে অনেককে ম্যাড়ম্যাড়ে বলেও কটুক্তি করছেন৷ এ বার ভারতীয় দলের পোশাক তৈরির দায়িত্ব পেয়েছিলেন তরুণ তাহিলিয়ানি। তাঁর নকশা করা পোশাক পরে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন পিভি সিন্ধু, শরৎ কমলেরা৷

মহিলারা পরেছিলেন সাদা শাড়ি। তাতে ছিল জাতীয় পতাকার রঙের পাড়। পুরুষেরা পরেছিলেন সাদা কুর্তা-পাজামা। তাতেও সবুজ এবং গেরুয়া নকশা ছিল৷ কিন্তু অনেকেই বলছেন এমন পোশাক তো ফুটপাতে ২০০ টাকাতেও পাওয়া যায়৷ এমন দায়সারা পোশাক কেন তৈরি করা হল৷ ভারতের পোশাকে ছিল না কোনওধরণের অভিনবত্ব৷ দেখতে তেমন আকর্ষণীয় নয়৷ পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে ইক্কত প্রিন্ট এবং বেনারসি ব্রোকেডে।

পোশাক নির্মাতার সংস্থার কর্তা আশিস মুকুল বলেছেন, ‘‘আমরা জাতীয়তাবোধকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। ঐতিহ্য এবং আধুনিকতার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছি। নিশ্চিত করার চেষ্টা করেছি, পোশাক যেন খেলোয়াড়দের ব্যবহারের উপযুক্ত এবং আরামদায়ক হয়।’’