controversy
নয়াদিল্লি: হিন্দু ধর্মে দেবগণের চিকিৎসক, আবার বিষ্ণুর অবতার বলেও মনে করা হয় তাঁকে। সেই ‘ধন্বন্তরি’র ছবি বসানো হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের লোগোয়। শুধু তাই নয়, দেশের নাম ইন্ডিয়ার বদলে ভারত লেখা হয়েছে। এই নিয়ে বিস্তর বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও গোটা ইস্যুতে সাফাই দিয়েছে মেডিক্যাল কমিশন কর্তৃপক্ষ। তাদের দাবি, লোগোতে ধন্বন্তরি এক বছর আগে থেকেই ছিল। ভারত নামটি দেড় মাস আগে বসানো হয়েছে।
চিকিৎসক মহল কিন্তু গোটা বিষয় নিয়ে খুব একটা সন্তুষ্ট নয়। তাঁদের একটা বড় অংশের মত, চিকিৎসাবিজ্ঞানকে গৈরিকীকরণের চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। বিভিন্ন চিকিৎসক সংগঠন এই ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাঁদের মতে, ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে চিকিৎসাক্ষেত্রে নির্দিষ্ট এক ধর্মের দেবতার ছবি রাখা যুক্তিযুক্ত নয়। তাঁদের স্পষ্ট বক্তব্য, মেডিক্যাল শিক্ষা ধর্মীয় প্রভাবমুক্ত এবং বিজ্ঞানসম্মত হওয়া উচিত। এই ইস্যুতে এনএমসি যা বলছে তাতে বিতর্ক বাড়ছে বৈ কমছে না।
এনএমসি-র বক্তব্য, লোগোতে সাদা-কালো আকারে ছিল ধন্বন্তরির ছবি। সাদা কালো ছবিটি প্রিন্ট করা যাবে না বলেই তা রঙিন করা হয়েছে এখন। এনএমসি যখন প্রতিষ্ঠিত হয়, তখনই লোগোতে ধন্বন্তরির ছবি রাখা হবে বলে স্থির করা হয়। এছাড়া এও বলা হয়েছে, অন্যান্য দেশে অ্যাপোলোকে ওষুধের দেবতা হিসেবে গণ্য করা হয়। এই দেশের প্রাচীন পুরাণ মতে, তিনি হলেন ধন্বন্তরি। তাই তাঁর ছবি রাখা হয়েছে।