জনতার আত্মবিশ্বাসে ঐতিহাসিক পতন ঘটেছে, বলছে RBI সমীক্ষা

জনতার আত্মবিশ্বাসে ঐতিহাসিক পতন ঘটেছে, বলছে RBI সমীক্ষা

মুম্বই:  কোভিড-১৯ এর ধাক্কায় তলানিতে মানুষের আত্মবিশ্বাস৷ সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটি সমীক্ষায় দেখা গিয়েছে, করোনা প্যান্ডেমিকে ক্রেতাদের আত্মবিশ্বাস ঐতিহাসিকভাবে কমে গিয়েছে৷ দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব৷ কারও বা কোপ পড়েছে বেতনে৷ ফলে নিরাশায় ভুগতে শুরু করে চলেছে মানুষ৷

আরবিআই-এর কনজিউমার কনফিডেন্স সার্ভেতে দেখা গিয়েছে, ‘‘মে ২০২০-তে বর্তমান পরিস্থিতি সূচক (কারেন্ট সিচুয়েশন ইনডেক্স- সিএসআই)-এর ঐতিহাসিক পতন হয়েছে৷ গ্রাহকদের আত্মবিশ্বাস একেবারে ভেঙে পড়েছে৷ এমনকী আগামী এক বছরের সম্ভাবনাও (ফিউচার এক্সপেকটেশনস ইনডেক্স-এফইআই) আশানুরূপ নয়৷

খাদ্য দ্রব্যের বর্ধিত মূল্য, দেশের বর্তমান অর্থনীতি, কর্মসংস্থানের সার্বিক চিত্র, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য, আয়, খরচ ইত্যাদি সম্পর্কে উপভোক্তাদের মানসিকতা বুঝতেই এই সমীক্ষা চালায় আরবিআই৷  পর্যবেক্ষকদের মতে, রিজার্ভ ব্যাংকের এই সমীক্ষার আরও একটি দিক ফুটে উঠেছে৷ বেতন কমে যাওয়া বা চাকরি হারানোর নিয়ে বহু মানুষই এখন আতঙ্কিত৷ তাই তাঁরা খরচও কমাতে চাইবেন। ফলে বাজারে চাহিদা আরও কমার সম্ভাবনা রয়েছে৷ 

সমীক্ষায় দেখা গিয়েছে, মানুষের মধ্যে বেহিসাবি খরচের প্রবণতা ইতিমধ্যেই কমেছে৷ আগামী কয়েক বছর এই পরিস্থিতি চলবে বলে তারা আশঙ্কা করছেন৷ দেখতে গেলে মানুষ শুধুমাত্র সংসারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কিছু কেনার দিকে এগোচ্ছে না। অন্য কোনও খাতে খরচ আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে৷  ৫ মে থেকে ১৭ মে’র মধ্যে টেলিফোনে গোটা দেশের ১৩ টি শহরের ৫,৩০০ পরিবারের সঙ্গে কথা বলে এই সমীক্ষা করা হয়েছে। যে শহরগুলিতে অতিমারির প্রভাব বেশি, সেখানে সমীক্ষার জন্য বেশি করে নমুনা নেওয়া হয়েছে।

গত মাসের শেষ দিকে সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস সাফ জানিয়েছিলেন, চলতি অর্থবর্ষে তীব্র মন্দার দিকে এগোচ্ছে ভারত। অর্থনীতিবিদরাও জানিয়েছেন, বৃদ্ধির পরিবর্তে আরও সংকুচিত হবে দেশের অর্থনীতি৷ রিজার্ভ ব্যাংকের সমীক্ষা বলছে, মানুষের মনে আশঙ্কা রয়েছে যে আগামী দিনে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে। সেই কারণে খরচ করার আগে খুবই সতর্ক রয়েছেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *