নয়াদিল্লি: কেন্দ্রে ক্ষমতায় এলে চিকিৎসার অধিকার আইন কার্যকর করবে কংগ্রেস। আর এই বিষয়টিই যোগ করা হতে পারে দলের লোকসভা নির্বাচনের ইস্তাহারে। শুক্রবার রায়পুরে এক অনুষ্ঠানে এই কথা জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
মোদি সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে কেবল ১৫-২০ জন শিল্পপতি লাভবান হয়েছেন বলেও এদিন তিনি সমালোচনা করেন। শুক্রবার রায়পুরে একটি এনজিওর আয়োজনে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তদের সঙ্গে মতামত বিনিময় করতে গিয়ে রাহুল বলেন, ‘আমাদের ইস্তাহারে তিনটি বিষয় রাখার কথা ভাবছি। চিকিৎসার অধিকার আইন— এরফলে দেশের সকল নাগরিককে আমরা ন্যূনতম চিকিৎসা পরিষেবার নিশ্চয়তা দিতে পারি। জিডিপির ৩ শতাংশ স্বাস্থ্যখাতে ব্যয় করা এবং চিকিৎসক এবং পেশাদার স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধি করা।’