ভোটের মুখেই মুছে গেল কংগ্রেস, নয়া দাওয়ায় ফেসবুকের

নয়াদিল্লি : ভোটের মুখে কংগ্রেসের ফেসবুকের ৬৮৭টি পেজ এবং অ্যাকউন্ট মুছে দিল ফেসবুক। অভিযোগ, তাদের সোশাল মিডিয়া নিজেদের মধ্যে সমন্বয় করে অনুমোদনযোগ্য নয়, এমন ব্যবহার করেছে। ফেসবুকের বারত ৩ কোটি ব্যবহারকারী রয়েছেন। ফেসবুক জানিয়েছে, তাদের তদন্তে দেখা গিয়েছে, লোকে ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করেছে। তারা বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে তাদের বক্তব্য বাড়ানোর চেষ্টা করেছে। তাদের আক্রমণের

ভোটের মুখেই মুছে গেল কংগ্রেস, নয়া দাওয়ায় ফেসবুকের

নয়াদিল্লি : ভোটের মুখে কংগ্রেসের ফেসবুকের ৬৮৭টি পেজ এবং অ্যাকউন্ট মুছে দিল ফেসবুক। অভিযোগ, তাদের সোশাল মিডিয়া নিজেদের মধ্যে সমন্বয় করে অনুমোদনযোগ্য নয়, এমন ব্যবহার করেছে। ফেসবুকের বারত ৩ কোটি ব্যবহারকারী রয়েছেন। ফেসবুক জানিয়েছে, তাদের তদন্তে দেখা গিয়েছে, লোকে ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করেছে। তারা বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে তাদের বক্তব্য বাড়ানোর চেষ্টা করেছে। তাদের আক্রমণের মূল লক্ষ্য নরেন্দ্র মোদি ও বিজেপি। পরিচয় গোপন করলেও ফেসবুক জেনেছে, তারা কংগ্রেসের আইটি সেলের সঙ্গে যুক্ত। ফেসবুক যে নমুনা দিয়েছে, তাতে মোদির কাজকর্মের সমালোচনা করা হয়েছে, সমর্থন করা হয়েছে রাহুল গান্ধিকে। এছাড়া, ভারতের ২২৭টি পেজ ও ৯৪টি অ্যাকাউন্টও ফেসবুক মুছে দিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে যাতে ফেসবুককে ব্যবহার না করা হয় সেজন্য বিভিন্ন দেশের তরফে ফেসবুকের ওপর চাপ বাড়ানো হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *