প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল

গুরগাঁও:  প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল৷ বুধবার সকলা গুরগাঁওয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ সোনিয়া গান্ধীর অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক উপদেষ্টা ছিলেন রাজ্যসভার এই সাংসদ৷ তাঁর বয়স হয়েছিল ৭১ বছর৷ আহমেদ প্যাটেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে৷ 

আরও পড়ুন- আরও ৪৩ টি মোবাইল অ্যাপসের উপর নিষেধাজ্ঞা কেন্দ্রীয় সরকারের!

মাস খানেক আগে করোনা আক্রান্ত হয়ে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা৷ এদিন ভোর ৪টে নাগাদ টুইট করে বাবার মৃত্যু সংবাদ দেন তাঁর ছেলে ফৈসাল প্যাটেল৷ তিনি জানান, ভোর সাড়ে তিনটে নাগাদ প্রয়াত হয়েছেন গুজরাতের সাংসদ আবমেদ প্যাটেল৷ ফৈসাল লেখেন, ‘‘গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি এদিন ভোর ৩টে ৩০ মিনিট প্রয়াত হয়েছেন আমার পিতা আহমেদ প্যাটেল৷ তাঁর এই দুঃখজনক ও অকাল মৃত্যুতে শোক প্রকাশ করছি৷ মাস খানেক আগে কোভিড আক্রান্ত হন তিনি৷ এর পর থেকে ক্রমাগত তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ার জেরে ভোর সাড়ে তিনটে নাগাদ মৃত্যু হয় বর্ষীয়ান নেতার।’’ পাশাপাশি কোভিড বিধি মেনে জমায়েত না করার জন্য তাঁর সকল শুভাকাঙ্খীর কাছে অনুরোধও জানান ফৈসাল৷  

আরও পড়ুন- সকলের জন্য টিকা, এটাই কেন্দ্রের লক্ষ্য, বললেন নমো

আহমেদ প্যাটেলের মৃত্যুর খবর আসতেই শোকস্তব্ধ কংগ্রেস শিবির৷ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ তিনি বলেন, ‘‘তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল৷ একজন কমরেড, বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম৷’’ তিনি আরও বলেন, ‘‘এমন একজন সহকর্মীকে হারালাম যিনি সারা জীবন কংগ্রেসের জন্য উৎসর্গ করেছিলেন৷’’ এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেন, ‘‘কংগ্রেস পার্টিকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা সদা স্মরণীয় থাকবে৷’’    

টুইটে শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধীও৷ প্রয়াত নেতার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। শোকজ্ঞাপন করে প্রিয়াঙ্কা গান্ধীও টুইট করেন৷ তিনি লিখেছেন, “নির্ভর করার মতো একজন মানুষ আজ চলে গেলেন৷”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =