নয়াদিল্লি: বিক্ষোভরত কৃষকদের সমর্থনে এবার পথে নামার সিদ্ধান্ত নিল কংগ্রেস। দলের তরফে জানানো হয়েছে আগামী ১৫ জানুয়ারি দেশজুড়ে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ চলবে। এদিন সব রাজ্যের রাজভবন ঘেরাও করার কথাও কংগ্রেসের তরফে জানানো হয়েছে।
কৃষি আইন প্রবর্তিত হওয়ার পর থেকেই কেন্দ্রের বিরোধিতা করছে কংগ্রেস। কংগ্রেস অধীনস্ত রাজ্যগুলিতে এই আইনের পালটা প্রস্তাব পাশ করানোরও নির্দেশ দিয়েছেন সভানেত্রী সোনিয়া গান্ধী। রাস্তায় নেমে কৃষকদের সমর্থনও করেন রাহুল গান্ধী। কিন্তু তৎপর হয়ে কৃষক আন্দোলনকে সমর্থন করার মতো উল্লেখযোগ্য কিছু করেনি কংগ্রেস। দিল্লি সীমান্তে যেখানে কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন, সেখানে যাননি দলের শীর্ষ নেতৃ্ত্ব। রাহুল গান্ধী টুইট করে তাঁর সমর্থন জানিয়ে কাজ সেরেছেন। তবে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তারা।
শনিবার কৃষি বিলের প্রতিবাদ ও কৃষকদের সমর্থন নিয়ে একটি বৈঠক হয়। দলের সাধারণ সম্পাদকদের নিয়ে সেই বৈঠক করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এছাড়া সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালও একটি বৈঠক করেন। সেখানে প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের অন্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী ১৫ জানুয়ারি দল দেশজুড়ে কৃষি আইনের বিরোধিতায় পথে নামবে। এছাড়া দলের শীর্ষ নেতৃত্ব বিক্ষোভরত কৃষকদের সমর্থনে গলা ফাটাবে এমন চিত্রও সেদিন দেখা যেতে পারে। এদিন কৃষি বিলের বিরোধিতায় রাজভবন ঘেরাও করা হতে পারে বলেও খবর।