লকডাউন উপেক্ষা করে সমাবেশ কংগ্রেস নেতার, দিলেন চওড়া ভাষণ

লকডাউন উপেক্ষা করে সমাবেশ কংগ্রেস নেতার, দিলেন চওড়া ভাষণ

ফরিদাবাদ:  লকডাউন উপেক্ষা করেই রাজনীতির ময়দানে নামলেন কংগ্রেস নেতা৷ অভিযোগ, বুধবার লকডাউনের নিয়মনীতি লঙ্ঘন করেই হরিয়ানার জিন্দে কৃষক সমাবেশে ভাষণ দেন বর্ষীয়াণ কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা৷ চাঞ্চল্যকর এই প্রতিবেদনটি প্রকাশ করেছে রিপাবলিক টিভি৷

মঙ্গলবার একইভাবে ফতেহাবাদ মান্ডিতে জনসমাবেশ করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের নেতা অভয় চৌটালা৷ সামাজিক দূরত্ব শিকেয় তুলে ওই সমাবেশে হাজির হয়েছিলেন বিপুল সংখ্যক কৃষক৷ এই ঘটনার রেশ কাটার আগেই আরও একবার লকডাউন বুড়ো আঙুল দেখিয়ে চলল জনসমাবেশ৷ আসরে নামলেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা৷ এদিনের সমাবেশে বিজেপি’র বিরুদ্ধে তোপ দাগেন সুরজেওয়ালা৷ তিনি বলেন, হরিয়ানার কৃষক স্বার্থ বিরোধী কাজ করছে গেরুয়া শিবির৷ এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা করে বিজেপি৷ তবে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি হরিয়ানা সরকার৷

এই ঘটনার চরম নিন্দা করে বিজেপি’র মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, ‘‘কংগ্রেস নেতার এই ধরনের দায়িত্ব-জ্ঞানহীন আচরণ দেখে আমি স্তম্ভিত৷ এটি একটি নিন্দাজনক ঘটনা৷ আমি চাই এই বিষয়টি বিচার করে যথাযথ পদক্ষেপ করুক সোনিয়া গান্ধী৷’’  এদিকে, মঙ্গলবার লকডাউন উপেক্ষা করেই চৌতালার ডাকা ফতেহাবাদ মান্ডির সমাবেশে হাজির হয়েছিল শয়ে শয়ে কৃষক৷ কোভিড-১৯ সংকটে কৃষকদের নিরাপত্তা এবং তাঁদের সমস্যার কথা তিনি রাজ্য সরকারের কাছে তুলে ধরবেন বলে সমাবেশে জানান চৌটালা৷  

হরিয়ানা যখন করোনার সঙ্গে যুজছে, তখন এই সমাবেশ সোশ্যাল ডিস্টেনসিং না মেনে এই সমাবেশ নতুন করে চিন্তা বাড়াল রাজ্য সরকারের৷  প্রসঙ্গত, হরিয়ানায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৫৪ জন৷ মৃত ৩৷ তবে সুস্থ্য হয়ে উঠেছেন ১২৭ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =