Aajbikel

জয়ের গন্ধ পেতেই উচ্ছ্বাসে মাতল কংগ্রেস কর্মীরা, মন্দিরে ছুটলেন প্রিয়াঙ্কা

 | 
কংগ্রেস

নয়াদিল্লি: কর্ণাটকে ম্যাজিক ফিগার ছাড়িয়ে গিয়েছে কংগ্রেস। এই মুহূর্তে বিজেপির থেকে অনেকটাই এগিয়ে তারা। তাই 'হাত' শিবির ভেবেই নিয়েছে যে জয়ের দোরগোড়ায় পৌঁছনো গিয়েছে। আর এতেই খুশির মেজাজ তাদের মধ্যে। এদিকে জয়ের গন্ধ পাওয়ার পরেই মন্দিরে পুজো দিতে গেলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। যদিও এখনও রাজ্যে নির্বাচনে জেতা নিয়ে আশাবাদী গেরুয়া শিবির। 

শেষ যে তথ্য মিলছে তাতে জানা গিয়েছে, এই মুহূর্তে ১১৪ আসনে এগিয়ে গিয়েছে কংগ্রেস আর বিজেপি এগিয়ে ৭৩ আসনে। এই ট্রেন্ড স্পষ্ট হতেই নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে উৎসবের আমেজ। অন্যদিকে সিমলার হনুমান মন্দিরে সকালেই পুজো দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। প্রসঙ্গত, কর্ণাটকে ২২৪টি আসনে চলছে ভোটগণনা। ৩৬টি গণনা কেন্দ্রে ২ হাজার ৬১৫ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। ম্যাজিক ফিগার ১১৩। তবে শেষ পর্যন্ত কে বাজিমাত করে সেটাই এখন দেখার। যদিও এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে একাই সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে কংগ্রেস বলে ধারণা করা হচ্ছে। 

এক্সিট পোলে ত্রিশঙ্কুর পাশাপাশি কংগ্রেসের জেতার বিষয়টিও লক্ষ্য করা গিয়েছিল। অধিকাংশ সমীক্ষায় দেখা গিয়েছে যে, একাধিক আসনে বিজেপির থেকে ভালো ফল করতে পারে কংগ্রেস। সেক্ষেত্রে বলা যায় বড় ফ্যাক্টর হয়ে যাবে সেই জেডিএস। রাজ্যের ক্ষমতা দখল কারা করবে তার 'নির্ণায়ক' হবে তারাই। কিন্তু কংগ্রেস যদি একা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় তবে আর কিছু নিয়েই কোনও প্রশ্ন থাকবে না। কারণ জেডিএস যে বিজেপির সঙ্গে কোনও ভাবেই জোট করবে না তা প্রায় নিশ্চিত। 

Around The Web

Trending News

You May like