রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং! দ্রৌপদীকে ভোট দিলেন কংগ্রেস, সপা এবং এনসিপি বিধায়করা

রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং! দ্রৌপদীকে ভোট দিলেন কংগ্রেস, সপা এবং এনসিপি বিধায়করা

নয়াদিল্লি:  রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং হবে, এমন দাবি জানিয়েছিলেন অনেকেই। সেই দাবিই সত্যি প্রমাণিত হল। একাধিক রাজ্যে দেখা গেল ক্রস ভোটিংয়ের ছবি। বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিন্‌‌হাকে সমর্থনের কথা বলা হলেও, এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিলেন সমাজবাদী পার্টি, কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) বেশ কয়েক জন বিধায়ক। এমনটাই সংবাদসংস্থা সূত্রে খবর। 

আরও পড়ুন- পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচন হল শান্তিপূর্ণ, ভোটের শতাংশ জানান কমিশন

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বরেলির ভোজিপুরার সপা বিধায়ক শাহজিল ইসলাম দ্রৌপদীকে ভোট দিয়েছেন। অথচ অখিলেশের দল সমর্থন জানিয়েছিল যশবন্ত সিনহাকেই। তেমনই গুজরাতে শরদ পওয়ারের এনসিপি দলের বিধায়ক এস জাদেজাও যশবন্তকে এড়িয়ে ভোট দিয়েছেন এনডিএ  প্রার্থীকে। 

উত্তরপ্রদেশ ও গুজরাতের পাশাপাশি ক্রস ভোটিংয়ের খবর এসেছে ওড়িশা ও অসম থেকেও। ওড়িশার কংগ্রেস বিধায়ক মহম্মদ মোকিম দ্রৌপদীকে ভোট দেওয়ার পর বলেন, ‘‘এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। বিবেকের কথা শুনে দ্রৌপদীকে ভোট দিয়েছি।’’

অন্য দিকে, এআইইউডিএফ বিধায়ক করিমুদ্দিন বারভুইয়া দাবি, অসমের কংগ্রেস বিধায়করা ক্রস ভোটিং করেছেন। ২০ জনেরও বেশি কংগ্রেস বিধায়ক ভোট দিয়েছেন দ্রৌপদী মুর্মুকে।