বিজেপিকে দেখে কংগ্রেসের শেখা উচিত: অখিলেশ যাদব

লখনউ: জোট শরিকদের কীভাবে ধরে রাখতে হয় তা বিজেপির থেকে কংগ্রেসের শেখা উচিত বলে মনে করেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের সম্পাদককে তিনি বলেন, বিজেপি জানে ক্ষমতায় আসতে গেলে অন্য দলকে সম্মান করতে হয়। জোট করার জন্য স্বার্থত্যাগও করছে বিজেপি৷ অবস্থা যাই হোক না কেন জোট শরিকদের ধরে

বিজেপিকে দেখে কংগ্রেসের শেখা উচিত: অখিলেশ যাদব

লখনউ: জোট শরিকদের কীভাবে ধরে রাখতে হয় তা বিজেপির থেকে কংগ্রেসের শেখা উচিত বলে মনে করেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের সম্পাদককে  তিনি বলেন, বিজেপি জানে ক্ষমতায় আসতে গেলে অন্য দলকে সম্মান করতে হয়। জোট করার জন্য স্বার্থত্যাগও করছে বিজেপি৷ অবস্থা যাই হোক না কেন জোট শরিকদের ধরে রাখে বিজেপি।

বিশ্বের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে এবার বিজেপি বিরোধী জোট হয়েছে৷ কিন্তু সেখানে কংগ্রেসকে রাখেনি সমাজবাদী পার্টি ও বহু জন সমাজ পার্টি। উত্তরপ্রদেশের ৮০ টি আসনেই লড়ছে কংগ্রেস। সভাপতি রাহুল গান্ধী বলেছেন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ বিজেপি ব্যাকফুটে থেকে শুরু করবে না। বোন প্রিয়াঙ্কাকে সংগঠনের নিয়ে এসেছেন রাহুল। তবে কংগ্রেসের প্রার্থীরা সমস্যার কারণ হবে না বলে মনে করেন অখিলেশ এবং মায়াবতী। তাদের বক্তব্যের সঙ্গে সহমত নন অন্য কয়েকটি বিরোধীদলের শীর্ষ নেতারা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপির প্রধান চন্দ্রবাবু নায়ডু এবং এনসিপি প্রধান শরদ যাদব মনে করেন এভাবে লড়াই হলে বিজেপি বিরোধী ভোট ভাগ হবে।

কাশ্মীরে জঙ্গি হানার পর বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করার প্রক্রিয়া শুরু করে কংগ্রেস। দিল্লি এবং পশ্চিমবঙ্গে তা বাস্তবায়িত হয়নি। উল্টে পশ্চিমবঙ্গে তৃণমূলের চির প্রতিদ্বন্দ্বী বামেদের সঙ্গে জোটের পথে কংগ্রেস। আর আসন সমঝোতা না হওয়ায় দিল্লিতেও হচ্ছে না জোট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *