Aajbikel

সারমেয়দের ওপর 'অত্যাচার' করছে মোদী সরকার! ভিডিও দেখাল কংগ্রেস

 | 
dogs

নয়াদিল্লি: জি-২০ সম্মেলন আয়োজিত হয়েছে ভারতের মাটিতে। এই কারণ রাজধানী দিল্লিতে এসেছেন বিদেশের একাধিক তাবড় নেতারা। স্বাভাবিকভাবেই দেশের ইতিবাচক দিক দেখাতে বদ্ধপরিকর নরেন্দ্র মোদী সরকার। কিন্তু তা বলে পথ কুকুরদের ওপর দিয়ে যে এমন ঝড় যাবে তা কেউ আন্দাজ করেনি। জি২০ সামিট সংলগ্ন এলাকাকে পথ কুকুরমুক্ত করতে স্থানীয় প্রশাসন যেভাবে কাজ করছে তা নারকীয় বলে দাবি করেছে কংগ্রেস। এই সংক্রান্ত ভিডিও শেয়ার করেছে তারা। হাত শিবিরের দাবি, সারমেয়দের ওপর 'অত্যাচার' করছে মোদী সরকার। 

সোশ্যাল মাধ্যমে কংগ্রেস একটি ভিডিও শেয়ার করেছে। তাতে পথ সারমেয়দের কেমন নারকীয়ভাবে জায়গা জায়গা থেকে ধরা হচ্ছে সেটাই দেখা যাচ্ছে। এই ইস্যুতে তারা লিখেছে, জি২০ সামিটের প্রস্তুতিতে এমন যন্ত্রণা দিয়ে পথ কুকুরদের ধরছে মোদী সরকার। ঘাড় ধরে, লাঠি দিয়ে মেরে, খাঁচার মধ্যে পুরে দেওয়া হচ্ছে তাদের। ওদের খাবার, জল কিচ্ছু দেওয়া হচ্ছে না। কংগ্রেস ভিডিওতে আরও বলেছে, এই ধরনের কাজ সুপ্রিম কোর্ট তো বটেই অ্যানিম্যাল ওয়েলফেয়ারের নিয়ম বহির্ভূত। এই ধরনের অত্যাচার বন্ধ করা হোক। বিরোধী শিবিরের দাবি, দিল্লি মিউনিসিপ্য়াল কর্পোরেশন ও মোদী সরকার নিষ্ঠুরভাবে পথ কুকুরদের ওপর অত্যাচার করছে। উপযুক্ত পদ্ধতি ছাড়াই তাদের ধরা হচ্ছে।

মোদী সরকারকে একহাত নিয়ে কংগ্রেস এও প্রশ্ন করেছে, জি-২০ সামিটের মূল কথা বসুধৈব কুটুম্বকম। ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার। কিন্তু কুকুররা কি এই পরিবারের অন্তর্গত নয়? পৃথিবীর অন্তর্গত নয়? যদিও নেটিজেনদের একাংশ এই ক্ষেত্রে দিল্লির আপ সরকারকে দায়ী করেছে। তাদের বক্তব্য, যে ভ্যানে ওদের তোলা হচ্ছে সেটা আপ সরকারের ভ্যান। 

Around The Web

Trending News

You May like