NDA নয়, 'GA-NDA' জোটের নেতা মোদী! চরম তোপ কংগ্রেসের

নয়াদিল্লি: কয়েক সপ্তাহ হয়েছে বিজেপি বিরোধী জোট 'INDIA'-র জন্ম হয়েছে। তবে শুরু থেকেই এই জোটকে নিয়ে তোপ দাগা শুরু করেছে বিজেপি। যেটা স্বাভাবিক হলেও এমন কিছু ঘটছে যা নিয়ে চর্চা হচ্ছে। আসলে এই জোটকে কটাক্ষ করতে গিয়ে 'ইন্ডিয়া' শব্দ মুখে আনেননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি 'ঘমন্ডিয়া' শব্দ ব্যবহার করে কটাক্ষ করেন সম্প্রতি। এর আগে অবশ্য বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, দলের সকলকে 'ইন্ডিয়া' শব্দ বলতেও বারণ করেছিলেন মোদী। এবার কার্যত ইটের বদলে পাটকেল ছুঁড়ল কংগ্রেস। তারা এবার এনডিএ জোটকে 'গন্দা' ('GA-NDA') বলল। প্রসঙ্গ টানল শিল্পপতি গৌতম আদানির।
সম্প্রতি সনাতন ধর্ম ইস্যু নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। সেই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদী মন্তব্য করেছিলেন, 'ঘমন্ডিয়া' জোটের মানুষজন সনাতন পরম্পরাকে শেষ করতে চায়। এই জোটকে আক্রমণ শানাতে গিয়ে মোদী 'ইন্ডিয়ান মুজাহিদিন'-এর নাম উল্লেখ করেছেন বলেও খবর। আবার এও বলা হচ্ছে, বিরোধী 'ইন্ডিয়া' জোটকে আরও কোণঠাসা করতেই 'ভারত' শব্দটি সামনে আনতে চাইছে গেরুয়া শিবির। এই আবহেই এবার বিজেপি সরকারকে পাল্টা দিল কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশ টুইট করেছেন এই ইস্যুতে।
সোশ্যাল মিডিয়ার কংগ্রেস বর্ষীয়ান নেতার বক্তব্য, ''প্রধানমন্ত্রী আবার তাঁর সেই কাজে ফিরে এসেছেন যা তিনি সবথেকে ভালো করেন, অপমান। তিনি তথাকথিত ঘমন্ডিয়া পার্টি বলে উল্লেখ করে ইন্ডিয়া জোটকে অপমান করেছেন। দেখুন কে এসব কথা বলছেন! যে মানুষটি বিরোধীদের অপমান করার জন্য সরকারি অনুষ্ঠানকে ব্যবহার করেন। তাঁর মতো মাথা ঝুঁকিয়ে ফেলে এটা খুব সহজেই বলা যায় তিনি গন্দা (‘GA-NDA’) জোটে নেতৃত্ব দেন। গৌতম আদানির এনডিএ।''
The PM is back to doing what he does best—insult. He repeated his abuse of INDIA parties as so-called Ghamandia parties.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) September 14, 2023
Look, who’s talking! The man who uses the occasion of a govt function to abuse the Opposition. Stooping to his level, one could easily say he heads the GA-NDA…