ঋণখেলাপিদের পাশে দাঁড়াল কেন্দ্র! ৬৮ হাজার কোটি টাকা মকুব, RTI-এ পর্দাফাঁস

ঋণখেলাপিদের পাশে দাঁড়াল কেন্দ্র! ৬৮ হাজার কোটি টাকা মকুব, RTI-এ পর্দাফাঁস

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল কংগ্রেস। মঙ্গলবার তাদের তরফে বলা হয়েছে, নীরব মোদী, মেহুল চোকসি এবং বিজয় মাল্যর মতো ৫০ জন ঋণখেলাপির ৬৮,৮০৭ কোটি টাকা মকুব করেছে নরেন্দ্র মোদী সরকার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) আরটিআই-এর জবাবে এমনই তথ্য দিয়েছে বলে জানিয়েছে তারা। এছাড়াও কংগ্রেসের তরফে আরও অভিযোগ তোলা হয়েছে, ২০১৪ সাল থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ৬.৬ লক্ষ কোটি টাকা মকুব করেছে বর্তমান সরকার।

এর আগে সংসদে রাহুল গান্ধী প্রথম সারির ৫০ জন ঋণ খেলাপির নাম জানতে চেয়ে প্রশ্ন ছুড়েছিলেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কিন্তু তাঁর বয়ান অনুসারে, তখন চুপ ছিলেন অর্থমন্ত্রী। সেই প্রশ্নের জবাব দেননি। সেই কথা তিনি মঙ্গলবার বিকেলের টুইটে লিখেওছেন। টুইটে তিনি বলেন, '৫০ জন শীর্ষস্থানীয় ঋণ খেলাপির নাম জানতে চেয়ে আমি সংসদে একটা প্রশ্ন তুলেছিলাম। সেই প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন অর্থমন্ত্রী। আরবিআই এখন নীরব মোদি, মেহুল চোকসি এবং অন্যান্য ভারতীয় জনতা পার্টির বন্ধুদের নামের তালিকা প্রকাশ করেছে।

এই কারণেই সংসদে সেদিন সত্য গোপন করা হয়েছিল।' কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইটে সেই সমস্ত ঋণখেলাপির তালিকাও দিয়েছেন। এমনকী, নরেন্দ্র মোদী সরকার কেন তাঁদের ঋণ মকুব করল, আরটিআই-এর উত্তর তুলে তিনি কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্নও তুলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই প্রশ্নের জবাব দিতে হবে বলেও তিনি সরব হয়েছেন বলে সংবাদসূত্রে প্রকাশ।