Aajbikel

অজেয়, অপ্রতিরোধ্য রাহুল গান্ধী! ভিডিওতে উচ্ছ্বসিত দলীয় নেতা-সমর্থক

 | 
রাহুল

নয়াদিল্লি: কর্ণাটকে জয়ের অনেক কাছেই চলে এসেছে কংগ্রেস। আপাতত যে ট্রেন্ড ধরা পড়েছে তাতে কংগ্রেস কর্ণাটকে জয়ী হয়েছে এই ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা। এমনিতেই রাজ্যে এবং দিল্লিতে কংগ্রেস কর্মী, সমর্থকরা আনন্দে মাততে শুরু করেছে। এরই মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দলের শীর্ষ নেতা রাহুল গান্ধীর একটি ভিডিও। তাতে বলা হচ্ছে তিনি অজেয়, অপ্রতিরোধ্য। 

চলতি বছর 'ভারত জোড়ো' যাত্রা করেছিলেন রাহুল গান্ধী। কার্যত কন্যাকুমারী থেকে কাশ্মীর ছিল এই যাত্রা। একাধিক রাজ্যের ওপর দিয়ে তিনি তাঁর এই পদযাত্রা নিয়ে গিয়েছেন এবং বিজেপির বিরোধিতায় প্রচার চালিয়েছেন। কংগ্রেস শিবির মনে করছে এই যাত্রারই বড়সড় প্রভাব কর্ণাটক নির্বাচনে পড়েছে। তাই কর্ণাটকের প্রাথমিক ট্রেন্ডে কংগ্রেস এগোতেই রাহুলের ভারত জোড়ো যাত্রার একটি ভিডিও পোস্ট করেছে দল। এদিকে অন্যান্য রাজ্যের কংগ্রেস নেতারাও একসুরে প্রশংসায় ভাসাচ্ছেন রাহুল গান্ধীকে। 

কর্ণাটকে ২২৪টি আসনে চলছে ভোটগণনা। ৩৬টি গণনা কেন্দ্রে ২ হাজার ৬১৫ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। ম্যাজিক ফিগার ১১৩। তবে শেষ পর্যন্ত কে বাজিমাত করে সেটাই এখন দেখার। যদিও এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে একাই সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে কংগ্রেস বলে ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে বিজেপির থেকে অনেকটাই এগিয়ে কংগ্রেস। তাই 'হাত' শিবির ভেবেই নিয়েছে যে জয়ের দোরগোড়ায় পৌঁছনো গিয়েছে। আর এতেই খুশির মেজাজ তাদের মধ্যে। 

Around The Web

Trending News

You May like