নয়াদিল্লি: আরও জটিল রাজস্থান-জট৷ ৪দিনের টানাপোড়েনের পর কংগ্রেস থেকে বহিস্কৃত শচীন পাইলট৷ রাজস্থানের উপমুখ্যমন্ত্রী পদ থেকে শচীন পাইলটকে অপসারণ করা হয়েছে৷ একই সঙ্গে সরানো হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকেও৷ শচীনের সঙ্গে থাকা আরও ৩ জন মন্ত্রীকে অপসারণ করা হয়েছে৷
শচীনের সঙ্গে আলোচনার জন্য কংগ্রেসের রাস্তা খোলা ছিল৷ খোদ সোনিয়া গান্ধী নিজে শচীনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন৷ কিন্তু তিনি বিজেপি ষড়যন্ত্রে শামিল হয়ে পড়েছেন৷ আর সেই কারণে তিনি সরকার ফেলার চেষ্টা করছেন৷ আজ দুপুরে পরিষদীয় দলের বৈঠকের পর এমন মন্তব্য করেছেন কংগ্রেস মুখপাত্র রনদীপ সিং সূর্যেওয়ালা৷
#WATCH Congress party has decided to remove Sachin Pilot as Deputy CM and Rajasthan PCC Chief. Vishvender Singh & Ramesh Meena removed as Ministers: Congress leader Randeep Singh Surjewala #Rajasthan pic.twitter.com/sJHmE9kI3T
— ANI (@ANI) July 14, 2020
Loading tweet…