বিজেপির শরিক দলের যোগ দিচ্ছেন কংগ্রেসি মুন্নাভাই

নয়াদিল্লি: কংগ্রেসি ঘরানায় বেড়ে ওঠা৷ সঞ্জয় দত্তের বোন নিজেও দু’বারের সাংসদ৷ গত লোকসভা নির্বাচনে বোন প্রিয়া দত্তের হয়ে উঠেপড়ে লেগেছিলেন নির্বাচনী ময়দানে প্রচারযুদ্ধে৷ কিন্তু নির্বাচনের ভরাডুবির পর এবার বিজেপির শরিক দলের হাত ধরতে চলেছেন বছর ৬০-এর সঞ্জয় দত্ত৷ ১০ বছর পর আরও একবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন মুন্নাভাই৷ জানা গিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর মহারাষ্ট্রের রাষ্ট্রসমাজ

বিজেপির শরিক দলের যোগ দিচ্ছেন কংগ্রেসি মুন্নাভাই

নয়াদিল্লি: কংগ্রেসি ঘরানায় বেড়ে ওঠা৷ সঞ্জয় দত্তের বোন নিজেও দু’বারের সাংসদ৷ গত লোকসভা নির্বাচনে বোন প্রিয়া দত্তের হয়ে উঠেপড়ে লেগেছিলেন নির্বাচনী ময়দানে প্রচারযুদ্ধে৷ কিন্তু নির্বাচনের ভরাডুবির পর এবার বিজেপির শরিক দলের হাত ধরতে চলেছেন বছর ৬০-এর সঞ্জয় দত্ত৷

১০ বছর পর আরও একবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন মুন্নাভাই৷ জানা গিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর মহারাষ্ট্রের রাষ্ট্রসমাজ দলে যোগ দিতে পারেন তিনি৷ রাষ্ট্রীয় সমাজ দল মূলত বিজেপির শরিকদল বলে পরিচিত৷ সঞ্জয় দত্তের বিজেপির শরিকদলে যোগদানের খবর দিয়েছেন রাষ্ট্রীয় সমাজ দলের নেতা মহাদেব জানকার৷

সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, সঞ্জয় দত্তের হাত ধরেই রাষ্ট্রীয় সমাজ দল এবার মুম্বাইয়ের চলচ্চিত্র জগতে আধিপত্য ধরে রাখতে প্রস্তুতি শুরু করেছে৷ ইতিমধ্যেই মুন্নাভাই সেই বিষয়ে সম্মতিও দিয়ে দিয়েছেন৷ সঞ্জয়কে স্বাগত জানাতে ইতিমধ্যেই প্রস্তুতিও সেরে ফেলেছে রাষ্ট্রীয় সমাজ দল৷

কিন্তু কংগ্রেস ঘরানা ছেড়ে হঠাৎ কেন বিজেপি শিবিরে যোগ দিতে চলেছেন সঞ্জয় দত্ত? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ কেননা বাবা সুনীল দত্তের মৃত্যুর পর ২০০৫ সালে কংগ্রেসের টিকিটে মুম্বাই উত্তর-পশ্চিম লোকসভা কেন্দ্রে প্রথম জয়লাভ করেন সঞ্জয় দত্তের বোন প্রিয়াঙ্কা দত্ত৷ ২০০৯ সালেও তিনি বিপুল ভোটে জয়লাভ করেন৷ কিন্তু ২০১৪ সালে বিপুল ভোটে পরাজিত হন প্রিয়াঙ্কা৷ এবারের লোকসভা ভোটেও তার ব্যতিক্রম হয়নি৷ ফলে ধারাবাহিক ব্যর্থতার কারণেই কি দলবদলে সিদ্ধান্ত? উঠছে নয়া জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 15 =