হিংসা বিধ্বস্ত মণিপুরে যাচ্ছেন রাহুল, বেলুন ওড়ালেও হতে পারে জেল

ইম্ফল: মণিপুরে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মণিপুরের হিংসা বিধ্বস্ত জিরিবামে অস্থায়ী ত্রাণ শিবিরে দিন কাটানো হাজার হাজার ঘরছাড়া মানুষের সঙ্গে দেখা করবেন তিনি।  …

ইম্ফল: মণিপুরে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মণিপুরের হিংসা বিধ্বস্ত জিরিবামে অস্থায়ী ত্রাণ শিবিরে দিন কাটানো হাজার হাজার ঘরছাড়া মানুষের সঙ্গে দেখা করবেন তিনি।

 

গত বছর মে মাসে উত্তরপূর্বের এই রাজ্যে জাতিদাঙ্গা শুরুর অল্পদিনের মধ্যেই সেখানে গিয়েছিলেন রাহুল। দ্বিতীয়বার যান লোকসভা ভোটের ঠিক আগে। মণিপুরের রাজধানী ইম্ফল থেকে শুরু করেছিলেন তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা৷ লোকসভার বিরোধী দলনেতা হওয়ার পর প্রথমবার উত্তপ্ত এই পাহাড়ি রাজ্যে যাচ্ছেন রাহুল৷  কংগ্রেস সাংসদের এই সফর ঘিরে আঁটসাঁট নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যে। কোনও রকম ড্রোন ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে প্রশাসন। বেলুন বা অন্যান্য জিনিসের ওড়ালেও যেতে হবে জেলে৷

 

মণিপুরের দুই জনগোষ্ঠী কুকি ও মেতেই-এর মধ্যে বিবাদের জেরে রাজ্যজুড়ে হিংসার আগুন জ্বলে ওঠে৷ বছর পেরলেও, সেই অশান্তির আগুন এখনও নেভেনি। সম্প্রতিই মণিপুরের জিরিবামে এক ব্যক্তির মুণ্ডহীন দেহ উদ্ধারকে কেন্দ্র করে ফের অশান্তি ছড়ায়। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। সেই পরিস্থিতির মধ্যে আজ মণিপুর যাচ্ছেন রাহুল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *