নয়াদিল্লি: আফগানিস্তান বেশ কয়েক দিন আগেই দখল করে নিয়েছে তালিবান এবং সেখানে খুব তাড়াতাড়ি সরকার গঠন করবে তারা। জঙ্গিদের সরকার কেমন হতে চলেছে তা নিয়ে আলোচনার কোনো শেষ নেই, পাশাপাশি বিশ্বের বাকি দেশগুলোর এর কী প্রভাব পড়বে তা নিয়ে বিস্তর উদ্বেগ। এরই মাঝে দেখা গিয়েছে যে অনেকেই আফগানিস্তানে তালিবানি শাসনকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। ভারতের অনেকেই প্রকাশ্যে তালিবানকে সমর্থন করেছে। এবার এক কংগ্রেস বিধায়ক প্রকাশ্যে সমর্থন করলেন জঙ্গিগোষ্ঠীকে। বললেন তারা নাকি বিপ্লবী।
আরও পড়ুন- ৩৫০ তালিবান খতম, ৪০ বন্দি! হুঙ্কার দিচ্ছে পঞ্জশির
কথা হচ্ছে ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির। তিনি তালিবান কে প্রকাশ্যে সমর্থন করে জানিয়েছেন তারা বিপ্লবী এবং আফগানিস্তান তালিবানি শাসন খুশি। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে তাকে বলতে শোনা গেছে, আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী স্বেচ্ছাচার চালিয়েছে, দেশের মা-বোনদের ওপর অত্যাচার করেছে এবং তার বিরুদ্ধেই লড়াই করেছে তালিবান। আফগানিস্তানের মানুষ এখন খুবই খুশি। এর পাশাপাশি তিনি আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলে আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা যেখানেই যায় সেখানেই সাধারণ মানুষের উপর অত্যাচার করে। কিন্তু এখন তিনি আশা করছেন যে আফগানিস্তানে শান্তি ফিরবে কারণ মার্কিন সেনাবাহিনী সেখান থেকে চলে গিয়েছে। তবে তিনি একটা বিষয় স্পষ্ট করে বলেছেন যে, আফগানিস্তান এবং পাকিস্তানে যা হচ্ছে তার সঙ্গে ভারতের কোন সম্পর্ক নেই। স্বাভাবিকভাবেই কংগ্রেস বিধায়কের এই মন্তব্যের পর রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। এই মন্তব্যের ঘোরতর বিরোধিতা করেছে ভারতীয় জনতা পার্টি শিবির।
#WATCH | American forces are committing atrocities in Afghanistan. They harass mothers, sisters & children. The fight is against it. Taliban & the people of Afghanistan are happy: Congress MLA Irfan Ansari in Ranchi, Jharkhand pic.twitter.com/bgNGksFMXU
— ANI (@ANI) September 3, 2021
বিজেপি স্পষ্ট বলছে, এইরকম মানসিকতা যারা রাখে তারা আসলে তালিবানি। সন্ত্রাসবাদী সংগঠন যারা মহিলা এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচারের জন্য কুখ্যাত তাদের প্রকাশ্যে সমর্থন করা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এই প্রসঙ্গে ওই কংগ্রেস বিধায়ককে ব্যাপক আক্রমণ করেছে পদ্ম বাহিনী। উল্লেখ্য, গত ১৫ অগাস্ট আফগানিস্তান দখল করে নিয়েছিল তালিবান। দীর্ঘ কুড়ি বছর পর মাত্র ১০০ দিনের মধ্যেই আফগানিস্তানের অধিকাংশ প্রদেশ দখলে চলে গিয়েছিল তালিবানের। খুব তাড়াতাড়ি সেখানে সরকার গঠন করবে এই জঙ্গিগোষ্ঠী।